মৌলভীবাজারে দু’টি পরিবারের পাকা গৃহ নির্মাণ করে দিচ্ছে প্রবাসী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

মৌলভীবাজারে দু’টি পরিবারের পাকা গৃহ নির্মাণ করে দিচ্ছে প্রবাসী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৬ অাগস্ট ২০২২ : মৌলভীবাজারে অসহায়, দারিদ্র দু’টি পরিবারের সেমিপাকা গৃহ নির্মাণের নিমিত্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে প্রবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক।
মঙ্গলবার (১৬ আগস্ট ২০২২) সকালে শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাজিপুর হামিদ নগর গ্রামের মো: আব্দুল মালিকের বাড়ীতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো: ফজর আলী’র সহযোগীতায় ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নির্বাচিত জেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান পাপ্পু।
অপরটি দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রায়শ্রী গ্রামের মো: জবলু মিয়ার বসত ভিটায় দ্বিতীয় ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: আবু সুফিয়ান।
ইউপি সদস্য ময়নুল ইসলাম ইমনের সঞ্চালনায় এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নির্বাচিত জেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান পাপ্পু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী হোটেল স্কাইপার্কের স্বত্তাধিকারী ইকরামুল ইসলাম ইমন, ৯নং ওয়ার্ড সদস্য সৈয়দ রুমেল আলী, ৭নং ওয়ার্ড সদস্য ফেরদৌস আহমদ ও স্থানীয় মুরুব্বী বদরুল খান প্রমুখ।জানা যায়, ২টি রুম ও ১ বারান্দার সেমিপাকা প্রতিটি ঘর তৈরী করতে ব্যয়ে হবে ১ লক্ষ ৩০ হাজার। এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অসহায় দারিদ্র পরিবারের মাঝে একই নমুনায় ১০টি ঘর নির্মাণ করে দেওয়া হবে এবং বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক এ ঘরগুলো নির্মাণ করে দিবে।

এ সংক্রান্ত আরও সংবাদ