সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২২
চা বাগান! এ এক অদ্ভুত জগৎ! এখানে রয়েছে বৃষ্টিতে ভেজা রোদে পোড়া হাজারো শ্রমিকের ঘামের গল্প। রয়েছে এদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত কয়েক’শ যুবকের পরিবার, আত্মীয় স্বজনকে দূরে ঠেলে জীবন ও যৌবন বিসর্জনের গল্প। আরও আছে মালিক ও শ্রমিকের সুন্দর সম্পর্কের সব চেয়ে বড় উদাহরণ। এই সম্পর্কের ইতিহাস প্রায় ১৫০ বছরেরও পুরোনো।
একজন শ্রমিক তার ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করবে এটা তার গণতান্ত্রিক অধিকার। আর মালিক তার ব্যবসায় লোকসান করে ব্যবসায় পরিচালনা করবে না এটাও তার ন্যায্য দাবী। এই জায়গায় দুই পক্ষই একটা ব্রেক ইভেন পয়েন্টে এসে সমঝোতা করবে এটাই স্বাভাবিক।
কিন্তু আপনি আমি কি বুঝে এত বড় বড় বুলি ছাড়ছি, সেটা কি ভাবছি! কখনো কি ভেবে দেখেছেন আপনার আমার এই উস্কানীমূলক কথার কারণে কোন একটা শিল্প ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে! আজ যে আপনি এত বলছেন, সেই আপনিই কি একদিন ভারতীয় নিম্নমানের চা হাজার টাকা কেজি দরে কিনে চায়ের কাপে চুমুক দিতে দিতে আফসোস করে বলবেন না তো সরকার চা শিল্পকে টিকিয়ে রাখতে পারলো না! কথা বলার আগে একবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই ১৫০ বছরের পুরনো ইতিহাস, প্রেম বা শিল্প যাই বলেন, এটাকে ধ্বংস করার পেছনে আপনার কোন অবদান নাই তো! পাট, চিনি, চামড়া কোন শিল্পও ই কিন্তু আর ফিরে আসে নাই ভ্রাতা! আর হ্যাঁ ভাই, মাঠ ভর্তি যখন ফসল থাকে আর সেই ফসল সময় মত গোলায় তোলতে না পারার কষ্ট আপনি কি বুঝেন? তাই অনুরোধ একটাই, আপনি কথা বলেন! তবে কিছু বলার আগে সঠিক তথ্য জেনে, শুনে, বুঝে তারপর বলবেন।
আশা করি চা শিল্পের এই চলমান সংকট নিরসনে “বাংলাদেশীয় চা সংসদ” ও চা শ্রমিক ইউনিয়ন” তাদের নিজ নিজ অবস্থান থেকে একটা সুন্দর সমাধান খুজে চা শিল্পকে ধংসের হাত থেকে রক্ষা করবে। চা বাগান গুলো আবারও শ্রমিক কর্মীর পদচারণায় মুখরিত হবে, লাইন চৌকিদার আবারও লাইন হাকাবে, কারখানার চিমনিতে আবারও ধোয়া উঠবে। সবার আগামীর দিন গুলো হোক সুন্দর ও দেশ হোক সমৃদ্ধ……..
#
মোঃ সাজ্জাদুর রহমান শিরুল
সহকারী ব্যবস্থাপক
বৃন্দাবন চা বাগান
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D