সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
সৈয়দা নাজমা শবাব, কূটনৈতিক প্রতিবেদক | লন্ডন (যুক্তরাজ্য), ২৩ অাগস্ট ২০২২ : বাংলাদেশের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল (বিডব্লিউসি)- যুক্তরাজ্য।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে আজ মঙ্গলবার (২৩ আগস্ট ২০২২) দুপুর ১২টায় এ দাবী সংক্রান্ত এক স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি শাহরিয়ার বিন আলী (Shahriar Bin Ali) ও সাধারণ সম্পাদক সুশান্ত দাস প্রশান্ত স্মারকলিপি প্রদান পূর্বক বিবৃতিতে বলেন, বাংলাদেশের চা শিল্প শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। এই খাত যেমন বিপুল বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে—চা শিল্প মালিকদের ধনী বানিয়েছে, এর বিপরীতে এই শিল্পের শ্রমিকরা সবচেয়ে বেশি মজুরি বৈষম্যের শিকার। দেশে সবচেয়ে কম মজুরিতে কাজ করতে বাধ্য হন বাংলাদেশের চা শ্রমিকরা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চা বাগান শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা সরকারের দায়িত্ব কিন্তু সরকার সবসময় ধনী মালিকের পক্ষে থাকেন।
বিবৃতিতে আরও বলা হয় একজন চা শ্রমিক দিনে ১২০ টাকা মজুরি পাবে—এটা কোনোভাবে মেনে নেয়া যায় না, এই শোষণ চলতে দেয়া যায় না।
বিবৃতিতে নেতৃবৃন্দ দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত চা শ্রমিকদের সংগ্রামে একাত্ম হওয়ার জন্য দেশবাসীসহ বিশ্বের শ্রমজীবী মানুষকে একাত্ম হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ চা বাগান শ্রমিকদের চলমান ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে এবং ন্যূনতম মজুরি ৩০০ টাকা করার দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আজ মঙ্গলবার ২৩ আগস্ট দুপুর ১২টায় স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D