চা শ্রমিকদের আন্দোলন যেন এই সময়ের এক স্ফুলিংগ

প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

চা শ্রমিকদের আন্দোলন যেন এই সময়ের এক স্ফুলিংগ

মারজিয়া প্রভা |

চা শ্রমিকদের এই ক্রমাগত না খেয়ে, রাজপথে পড়ে থেকে মজুরি দাবির এই আন্দোলন যেন এই সময়ের এক স্ফুলিংগ। তাদেরকে গোয়েন্দা সংস্থা আটকে রাখছে, তাদের কাছ থেকে জোর করে পুরানো মজুরিতে কাজে ফিরে যাবার জন্য সম্মতি আদায়ের চেষ্টা করা হচ্ছে, তাদেরকে দয়া দেখিয়ে ৫ টাকা বাড়ানোর মত হাস্যকর হিউম্যানিটি দেখানো হচ্ছে। এই আবহমান ঔপনিবেশিক ধারার শ্রম শোষণ থেকে মুক্তি পাওয়ার আন্দোলনে তারা আজ শামিল হয়েছে। তারা বলছে, চিৎকার দিয়ে বলছে ‘ হয় তিনশ টাকা মজুরি দে, নাইলে গুলি করে দে’! এই অপ্রতিরোধ্য স্লোগান দেখছে সারাদেশ।

আগামী শনিবার (২৭ অাগস্ট ২০২২) বিকাল ৪ টায়, জাতীয় যাদুঘরের সামনে বক্তৃতায়, গানে, নাটকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনে আমরা সংহতি প্রদান করব।

চা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের এই আন্দোলনে সংহতি জানাতে চলুন জোট বাঁধি আবারও।

#
মারজিয়া প্রভা
অাহবায়ক
নারীর স্বাস্থ্য সুরক্ষা ফোরাম-নাসাসু

এ সংক্রান্ত আরও সংবাদ