সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
তাদের ভোট পেয়ে সিলেটে অন্তত চারজন মন্ত্রী, পাঁচজন এমপি। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাদের কেউই চা শ্রমিকদের মানুষ মনে করেন না!
১৭ দিন ধরে খেয়ে না খেয়ে আন্দোলন করছেন চা শ্রমিকরা। মৌলভীবাজার-৪ আসনের এমপি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ আগলা আগলা হলেও কিছু কথা বলেছেন। ১২০ বা ৩০০ নয়, তিনি চা শ্রমিকদের জন্য ৫০০টাকা মজুরি দাবি করেছেন। বাকিরা?
পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, বনমন্ত্রী শাহাবউদ্দিন, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী… ধ্বসে যাওয়া নেতা সুলতান মনসুর কারো কাছ থেকে টু শব্দটি শোনা যাচ্ছে না। অথচ তারা সবাই শ্রমিকের ভোটে এমপি।
একটা বিশাল জনগোষ্ঠি আক্ষরিক অর্থেই না খেয়ে পক্ষকাল ধরে একটা সামান্য দাবিতে আন্দোলন করছেন। প্রধানমন্ত্রীর নিরবতা তাও মেনে নিচ্ছি। সরকারে সর্বোচ্চ ব্যক্তিটির অনেক দিক সামলানো লাগে। কিন্তু আপনাদের লজ্জা করে না মাননীয় মন্ত্রী মহোদয়গণ?
মন্ত্রী এমপি ত মায়ের পেট থেকে হয়ে আসেন নি! এই ভূখা-নাঙা মানুষগুলার সাথে আর প্রতারণা কইরেন না, বাবু-সাহেবরা! ভাত দিতে না পারেন, একটু কথাও ত বলতে পারেন তাদের হয়ে!
চা শ্রমিকদের আন্দোলনে নাকি তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে! শ্রমিকদের এক পক্ষ বানিয়ে নিজেরা প্রতিপক্ষ হয়ে যাবেন, আর তৃতীয় পক্ষ বসে আঙুল চুষবে? সার্কাস?
তাদের ভোট আছে, পক্ষ বেছে নেওয়ার অধিকারও তাদের আছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D