সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
বারে বারে আর আসা হবে না,
এমন মানব জনম আর ফিরে পাব না।
এই মানব জন্মকে বৃথা যেতে দেবো কেন?
নিজেকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার মূলমন্ত্র হলো কর্ম।
কর্ম যা-ই হোক না কেন তা হতে হবে মানুষের কল্যাণে,,,তবেই না মানব জীবনের সার্থকতা।
মানুষ চিরদিন বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কর্মের মাঝে যুগ যুগ ধরে।
আমাদের জীবনের সাথে জড়িত প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক ততটাই দায়িত্ব রয়েছে নিজের প্রতি।
নিজের প্রতি এই দায়িত্বের অবহেলা আপনি কখনোই করতে পারেন না।
নিজের জন্য হাসুন, নিজের জন্য বাঁচুন, নিজেকে সুখী রাখার চেষ্টা করেন।
এমন কোন কাজের বোঝা বইতে যাবেন না, যা পরবর্তী জীবনে আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকালটা আপনার অতীত, যেখানে ফিরে যাওয়া সম্ভব নয়। আগামীকালটা আপনার ভবিষ্যৎ, যা হবে আপনার কর্মফল। কিন্তু আজকের দিনটা আপনার নিয়ন্ত্রণে।
“কিছু করতে চেয়েছিলাম”-এটা ভুলে যান ।
“কিছু করতে হবে” এ আশা ছেড়ে দিন।
স্বপ্ন দেখুন বড় কিছু করার, এখান থেকেই তার পিছনে লেগে থাকুন।
এই জগতের প্রত্যেকের নিকট সফলতা এক পরম আকাঙ্ক্ষার বস্তু। কিন্তু আমরা চাইলেইকি সবসময় সফল হতে পারি?
সেজন্যই আজ বলব সফল হওয়ার কিছু সূত্র,,,,,
️👑🔑 হ্যাঁ যে কোন কাজ করার পূর্বে গোল সেট করা অর্থাৎ লক্ষ্য স্থির করাটা হচ্ছে সফলতার প্রথম পদক্ষেপ।
👑আমারা যারা সফল উদ্যোক্তা হতে চাই, কাজ শুরু করার পূর্বেই আমাদেরকে ঠিক করতে আমি স্বপ্নটাকে ঠিক কোন অবস্থানে নিয়ে যেতে চাই। কতদূর গেলে আমি থামতে পারি।
👑সেক্ষেত্রে আমরা সময় নির্ধারণ করে নিতে পারি আগামী ১/২/৩/৪ কিংবা ৫ বছর পর আমি আমাকে কোন অবস্থানে দেখতে চাই।
🔐🔐ও হ্যাঁ, আর একটি কথা অবশ্যই গোল সেট করার পূর্বে আপনার নিজের ভিতরের প্রতিভাগুলোকে আবিষ্কার করুন আর আনলক করে ফেলুন খুব তাড়াতাড়ি।
👑আমি পারব না, আমাকে দিয়ে হবে না এসব ভাবনা মন থেকে দূর করতে হবে।
👑সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পরিস্থিতির সাথে নিজেকে প্রতিনিয়ত বদলে ফেলা। সেটা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে।
👑ব্যর্থতার ভয়কে মাটিচাপা দিয়ে নিজের লক্ষ্যের দিকে নিষ্ঠা ও কর্মতৎপরতার সাথে এগিয়ে যেতে হবে।
আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, জানিনা সেই স্বপ্ন পূরণ হবে কিনা।
আমি আমার চারপাশে যতটুকু দেখেছি বয়স্ক মানুষেরা সবচেয়ে বেশি অসহায়। পুত্র কন্যা থাকা স্বত্বেও বড় অসহায় এবং অবহেলিত এই মানুষগুলো। আমার ইচ্ছে আমি অসহায় বয়স্ক মানুষদের জন্য কিছু করতে চাই।
আমি যদি ১০ জনের মুখেও হাসি ফুটাতে পারি মানসিক শান্তি পাবো।
আমার চাকরি এবং উদ্যোগ-দু’টো মিলিয়েই টাকা জমিয়ে প্রথমে অল্প অল্প করে সহযোগিতা করবো।
তারপর উদ্যোগ যখন বড় হবে, তখন ছোট করে হলেও বৃদ্ধাশ্রম তৈরি করার ইচ্ছে আছে। দোয়া করবেন সবাই। আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি।
আমি কঠোর পরিশ্রম করে,, আমার কর্মের মাঝে নিজের পরিচয় তৈরি করতে চাই।
স্বপ্ন যদি হয় আকাশছোয়া, তাহলে পাহাড়ের চূড়া ছোয়া আপনার জন্য সহজ হবে।
চাকরির পাশাপাশি আমিও স্বপ্ন দেখি সফল উদ্যোক্তা হওয়ার। 🤷♀️কাজ করছি বাচ্চাদের আরামদায়ক ট্রেন্ডি পোশাক নিয়ে।
নরসিংদী, মনোহরদীর মেয়ে।
#
প্রকৌশলী নুসরাত সুলতানা রেখা
বিএসসি ইঞ্জিনিয়ার (ট্রিপল ই)
Admin & Customer Relation Officer
NICCA CHEMICAL CO.,LTD.
Dhaka Liaison Office
Suvastu Suraiya Trade Center 3A (3rd Floor),
57 Kamal Ataturk Avenue, Block-B
Banani, Dhaka-1213, BANGLADESH
Tel: +88-02-55033391
E-mail: nusrat.rakha.niccabd@gmail.com
Cell: +88-01918946446, +88-01319791185
স্বত্বাধিকারীঃ Beticrome Avenue- ব্যতিক্রম এভিনিউ
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D