শিশুদের দীর্ঘাকার ১০০ ফিট চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

শিশুদের দীর্ঘাকার ১০০ ফিট চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল, ২৬ আগস্ট ২০২২: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের দীর্ঘাকার ১০০ ফিট চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ অাগস্ট ২০২২) সকাল সাড়ে ৯টায় এস,এম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে “শিশুস্বর্গ”-এর শতাধিক শিশুদের নিয়ে এ আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ৩টি গ্রুপের ৯ জন শিশু শিল্পীকে পুরস্কৃত করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।
এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শিবু পদ দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব লিটু, সহকারী কিটউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী বলদেব অধিকারীসহ সাংবাদিক, অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ