চা শ্রমিকদের অান্দোলনে শ্রীমঙ্গলের সংহতি সমাবেশে ‌হামলা

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

চা শ্রমিকদের অান্দোলনে শ্রীমঙ্গলের সংহতি সমাবেশে ‌হামলা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ অাগস্ট ২০২২ : চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির আন্দোলনে শ্রীমঙ্গলে সংহতি জানিয়ে আয়োজিত এক সমাবেশে হামলা চালানো হয়েছে।
সমাবেশের আয়োজকরা বলছেন ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। যদিও পুলিশ বলছে, আয়োজকদের নিজেদের দুই গ্রুপেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

শনিবার (২৭ আগস্ট ২০২২) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলে চৌমুহনা চত্বরে এ ঘটনা ঘটে। ওই স্থানে চা শ্রমিকদের চলমান দাবির প্রতি একাত্মতা জানিয়ে সংহতি সমাবেশের আয়োজন করেছিলো ‌’রাস্ট্র সংস্কার আন্দোলন’। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক জাবেদ ভূইয়া বলেন, চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরির ন্যায্য দাবিতে আন্দোলন করছেন। দেশের সব বিবেকমান মানুষই তাদের দাবির সাথে সংহতি জানিয়েছেন। আমরাও তাদের আন্দোলনে সংহতি জানিয়ে আজ সমাবেশের আয়োজন করি। কিন্তু হঠাৎ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সমাবেশে হামলা চালায়।

এতে তিনি নিজেসহ রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ খান, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য প্রীতম দাশ, ছাত্র ইউনিয়নের শ্রীমঙ্গল উপজেলা শাখারা সভাপতি রনি সরকার, সমাজকর্মী সৌরভ সৌমিক, বাবুল মিয়াসহ অন্তত ১০ জন আহত হন বলে জানান জাবেদ।

তবে হামলার কোন ঘটনা ঘটেনি জানিয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, আজকে চা শ্রমিকদের কোন কর্মসূচী নেই। কিছু লোক চা শ্রমিকদের নাম করে ঝামেলা বাধাতে চৌমুহনী এলাকায় জড়ো হয়েছিলো। তাদের নিজেদের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি।

এই কর্মসূচির সাথে চা শ্রমিকদের কোন সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি বলেন, বাইরের কিছু লোক, বাম দলের কিছু কর্মী শ্রমিকদের নাম ব্যবহার করে ঝামেলা বাধাতে চেষ্টা করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ