খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলে খোলাবাজারে চাল বিক্রি শুরু

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলে খোলাবাজারে চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ সেপ্টেম্বর ২০২২ : খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে দেশব্যাপী খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হয়েছে।
এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল পৌর এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ২০২২) সকাল ৯টায় ওএমএসএর চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: তকদীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সিন্দুরখান রোডের ডিলার মো.আব্দুল হাই, ভানুগাছ রোডের (রেলগেট) ডিলার মো: জসীম উদ্দীন ও মৌলভীবাজার রোডের ডিলার মো: জাকির মিয়া প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, উদ্বোধনের প্রথম দিনে আজ শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের সিন্দুরখান রোড, শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড (রেলগেট) এবং শহরের মৌলভীবাজার রোডের ওএমএস কেন্দ্রে চাল বিক্রি শুরু হয়।
সকাল সাড়ে ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট ডিলারের দোকান থেকে স্বল্প আয়ের মানুষেরা লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছেন। ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে নিম্নআয়ের মানুষেরা খুশি। তারা সরকারের এ কার্যক্রমের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, এই কার্যক্রম তিন মাসব্যাপী চলবে। প্রতিটি কেন্দ্রে ২শত ওএমএস কার্ডধারী এবং ২শত কার্ডছাড়া নিম্নআয়ের মানুষেরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আটাও দেওয়া হবে বলে জানা গেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ