সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২
নিজস্ব প্রতিবেদক | খুলনা, ০২ সেপ্টেম্বর ২০২২ : গত ১ ও ২ সেপ্টেম্বর ‘২২ খুলনার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র ঐক্য কংগ্রেসে মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ গঠিত হয়। কংগ্রেসে কমরেড ইকবাল কবির জাহিদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সম্পাদকমন্ডলীর সদস্য নির্বাচিত হন আবদুস সাত্তার, মোশাররফ হোসেন নান্নু, তুষার কান্তি দাস, নজরুল ইসলাম ফিরোজ, শামীম ইমাম ও নজরুল ইসলাম। এছাড়াও রণজিৎ চট্টোপাধ্যায়, জাকির হোসেন হবি, নিমাই মন্ডল, মোফাজ্জল হোসেন মন্জু, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, হারুন উর রশিদ, জিল্লুর রহমান ভিটু, তাসলিম উর রহমান, ইসরারুল হক, নাজিম উদ্দীন, গাজী আবদুল হামিদ, মোজাম্মেল হোসেন খান, রেবতী বর্মন, গাজী নওশের, শহিদুল ইসলামসহ ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাবে ভোট বিহীন জনগণের উপর চেপে বসা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সকল বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। একইসাথে দ্রব্যমূল্যের উর্ধগতি, দুর্নীতি, লুটপাট, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং জ্বালানি তেল, ইউরিয়া সার ও পরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকলসহ বন্ধকৃত সকল কলকারখানা অবিলম্বে চালু করার দাবি জানানো হয়। অপর এক প্রস্তাবে সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস, শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং ছাত্র নেতৃবৃন্দসহ এশিয়া এনার্জি কর্তৃক দায়েরকৃত ফুলবাড়ি উম্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বিরুদ্ধে আন্দোলনকারী নেতৃত্বের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
কংগ্রেসে দেশের বহুধা বিভক্ত অপরাপর কমিউনিস্ট শক্তগুলোকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যয় পুনঃব্যাক্ত করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D