সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২
বিশেষ প্রতিনিধি | কলকাতা (ভারত), ০৪ সেপ্টেম্বর ২০২২ : দ্বিতীয় ‘ঐতিহাসিক ভুল’ করতে চলেছে সিপিএম! কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা প্রবীণ কমিউনিস্ট নেত্রী কমরেড কে কে শৈলজাকে ম্যাগসেসে পুরস্কার গ্রহণে আপত্তি জানিয়েছে সিপিএম। ম্যাগসেসে পুরস্কার আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। একে এশিয়ার নোবেল পুরস্কারের সমতুল বলে গণ্য করা হয়। এমনকী, দক্ষিণী কমিউনিস্ট নেত্রী এই পুরস্কার পেলে তিনিই হতেন কেরালার প্রথম মুখ যিনি এই সম্মান অর্জন করতেন।
প্রায় দু-দশক আগে পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে বাধা দিয়েছিল সিপিএম পলিটব্যুরো। তারপর ফের কমরেড শৈলজাকে আন্তর্জাতিক পুরস্কার নিতে নিষেধ করে বিতর্ক তুলে দিল মার্কসবাদীরা।
জানা গিয়েছে, ব়্যামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন তাদের ২০২২ সালের ৬৪তম পুরস্কারের জন্য সিপিএম নেত্রী কমরেড কে কে শৈলজাকে মনোনীত করেছে। অনেক ঝাড়াই-বাছাইয়ের পর তারা ভারতের দক্ষিণী নেত্রীর নাম চূড়ান্ত করে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিপা ও কোভিড রোধে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার জন্য তাঁকে এই পুরস্কার দিতে চায় ম্যাগসেসে কমিটি। নিপা ও কোভিডের সময় অসাধারণ কাজের জন্য কেরালা আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছিল কমরেড শৈলজা স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীনই।
অগাস্টের শেষাশেষি পুরস্কার ঘোষণা করেছে কমিটি। শৈলজার নাম মনোনয়নের জন্য যাওয়ার পর কমিটি দেশের বেশ কয়েকজন প্রখ্যাত ব্যক্তিরও মতামত নিয়েছে। তবে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ম্যাগসেসে কমিটি শৈলজার সঙ্গেও অনলাইনে কথা বলেছে। এবং তারপরই তাঁর নাম চূড়ান্ত করা হয়েছে। একটি ই-মেল করে আন্তর্জাতিক স্বীকৃতির খবরটিও দিয়েছে তারা কমরেড শৈলজাকে। প্রবীণ নেত্রীকে তারা জানিয়েছে, তিনি পুরস্কার নিতে চান কিনা তা লিখিত জানিয়ে দিতে। এরপরই সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যা কমরেড শৈলজা পার্টি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন পুরস্কারের ব্যাপারে। আর তাতেই আপত্তি জানিয়েছে নেতৃবৃন্দ।
পার্টির মতে, কমরেড শৈলজা যা করেছেন সেটা তাঁর ব্যক্তিগত কিছু নয়, দল তাঁকে যে কাজ দিয়েছিল তিনি সেটাই করেছেন। এখানে নিজের ক্যারিশমার কিছু নেই। নিপা বা কোভিড যাই হোক না কেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ রাজ্য সরকারের সম্মিলিত চেষ্টা ও সদিচ্ছার কারণেই হয়েছে। এখানেও মন্ত্রীর ব্যক্তিগত দক্ষতার কোনও অবকাশ থাকার কথা নয়, তাই তাঁর একক কৃতিত্বে এই পুরস্কার নেওয়া উচিত নয়।
সিপিএম আরও মনে করে, ফিলিপিন্সের প্রয়াত প্রেসিডেন্ট ব়্যামোন ম্যাগসেসে তাঁর ক্ষমতাকালে কমিউনিস্ট গেরিলাদের খুন করেছিলেন, বন্দি করেছিলেন। ফলে, তাঁর নামাঙ্কিত এই পুরস্কার গ্রহণ করলে পার্টির দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। এরপরই কমরেড শৈলজা ম্যাগসেসে কমিটিকে লিখিত জানিয়েছেন যে, তাঁর পক্ষে এই পুরস্কার নেওয়া সম্ভব নয়। যদিও এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D