সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
জননন্দিত, কিংবদন্তি, কীর্তিমান ও গুণীব্যক্তিদের মৃত্যু সংবাদে নক্ষত্রের ‘পতন’ শব্দটির ব্যবহার যথার্থ ও শোভনীয় নয়।
“বাংলা গানের আরেক নক্ষত্রের পতন”
“অভিনয় জগতের আরো এক কিংবদন্তি শিল্পীর পতন”
“সংস্কৃতি অঙ্গনের এক অনন্য ব্যক্তিত্বের পতন”
“বাংলা সাহিত্যের এক কীর্তিমানের পতন” ইত্যাদি ক্যাপশনগুলো ইদানীং দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায়। যখন জননন্দিত, মহৎ, গুণী, কীর্তিমান, কিংবদন্তি ব্যক্তির জীবনাবসান ঘটে তখন না জেনে-বুঝে অনেকেই পতন শব্দটি ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে শব্দটির ব্যবহার যথার্থ এবং প্রাসঙ্গিক নয়। কারণ পতন শব্দের অর্থ অবনতি, অধোগমন, অধোগতি, বিচ্যুতি, দুর্দশাপ্রাপ্তি, স্খলন, ধ্বংস, বিনাশ, নিধন ইত্যাদি। একজন কীর্তিমানের মৃত্যু মানে নিশ্চয়ই তাঁর স্খলন, ধ্বংস, অধোগমন,বিচ্যুতিকে বোঝায় না। আমরা সাধারণত একজন গুণী ও নন্দিত ব্যক্তির চারিত্রিক বা নৈতিক স্খলন বা বিচ্যুতি ঘটলে বলতে পারতাম একজন নক্ষত্রের পতন। কিন্তু একজন গুণী, কিংবদন্তি, কীর্তিমান, সজ্জন ব্যক্তির মৃত্যু বা জীবনাবসান ঘটলে পতন শব্দটি ব্যবহার করা মূলত তাঁকে অসম্মান করা। তাই পতন শব্দটি ব্যবহার না করে বিদায়, চির বিদায়, প্রস্থান, জীবনাবসান, মৃত্যু, প্রাণত্যাগ ইত্যাদি শব্দটি ব্যবহার করা যেতে পারে।
#
@ কাজী মাহমুদুল হক সেনা
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D