সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
বই পর্যালোচনা বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২২ : বাঙালি জাতির জীবনে একটি মহিমান্বিত দিন ২০২০ সালের ১৭ই মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাঙালি জাতির মুক্তির জন্য, স্বাধীনতার জন্য; একটি উন্নত, সমৃদ্ধ, শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রাদায়িক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি সমগ্র জীবন উৎসর্গ করেছেন। জাতির পিতার জন্মশতবর্ষে তাঁর অসামান্য অবদান স্মরণীয় করে রাখতে দেশ ও দেশের বাইরে বিপুল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ১১৯ সদস্যবিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ এবং ৮০ সদস্যবিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’ নামে দুটি কমিটি গঠন করা হয়। জাতীয় কমিটির পরামর্শ ও নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন কমিটি জন্মশতবর্ষে জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তাঁর আদর্শ, মূল্যবোধ ও কর্মের জগৎকে বর্তমান ও অনাগত প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তথ্যসমৃদ্ধ একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
আশা করি স্মারকগ্রন্থটি একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য রাজনৈতিক জীবন এবং কর্ম নিয়ে আগ্রহী ও কৌতূহলী পাঠককে খুশি করবে এবং অন্যদিকে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক জীবন, দর্শন ও আদর্শ নিয়ে গবেষণা করবেন কিংবা বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে চর্চা করবেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ভূমিকা রাখবে।
.
বই : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ
সম্পাদক : শেখ হাসিনা
পৃষ্ঠা : ৬৩১
.
মুদ্রিত মূল্য : ১৫০০ টাকা
বিক্রয় মূল্য : ১২৭৫ টাকা
.
বইটি অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
.
যেকোন প্রয়োজনে কল করুন: 01568-836040
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D