সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২
আমাদের উই উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের একটা দিন হতে পারে এই জয়ী অ্যাওয়ার্ড… নমিনেশন ফরম ওপেন হয়েছে। সবাই রেজিট্রেশন করে ফেলুন। একদম ফ্রি-তে কোন টাকা লাগে না।
উই-তে যোগ্য ব্যাক্তির অভাব নেই, তারপরও কার ভাগ্য খুলে যায় কে জানে? সঠিকভাবে ফরম ফিলাপ করতে না পারলে, অনেক যোগ্য ব্যক্তিও এত ভালো সুযোগ মিস করে ফেলে। তাই অবশ্যই সুন্দরভাবে সঠিক ইনফরমেশন দিয়ে ফরমটা ফিলাপ করার চেষ্টা করবেন 🥰🥰
গত বছরও অনেক আপুদের হেল্প করেছিলাম, ফরম ফিলাপ করতে সাহায্য করতে। এবারও তার ব্যতিক্রম না । গত কাল রার থেকে পরিচিত সব আপুরা ফরম এর ব্যাপারে জানতে চেয়েছিল, সবাইকে বুঝিয়ে দিয়েছি। অনেকেই হয়তো ভালো করে বুঝে না, কিভাবে করতে হবে? তাই ভাবলাম পোস্ট আকারে সবাইকে জানিয়ে দেই।
২ পেইজের একটা ফরম ….
ফাস্ট পেইজে পার্সোনাল ইনফরমেশন
সেকেন্ড পেইজে এ উই তে আপনার জয়েনিং নিয়ে ইনফরমেশন
Business name – আপনার উদ্যোগ এর নাম
Owner name – নিজের নাম
Year of established – কত সাল থেকে উদ্যোগ শুরু করেছেন
Award categories – আপনি নিজেকে কোন অ্যাওয়ার্ড এর যোগ্য মনে করেন। এটা ফিলাপ করার আগে অবশ্যই ভেবে নিবেন আপনি কোন ক্যাটাগরি তে দিতে চান। কেন নিজেকে সেই ক্যাটাগরির যোগ্য মনে করেন। আপনি ছাড়া উই তে আর কে কে আছে এমন জে কিনা এই ক্যাটাগরির যোগ্য হতে পারে । সব ভেবে তারপর দিবেন।
Signeture item – আপনার উদ্যোগ এর ইউনিক পণ্য
আপনি উই সাবস্ক্রাইবার কিনা .. yes দিলে অব্যশই নাম্বারটা লিখে দিবেন
Website- আপনার ওয়েবসাইট থাকলে সেখানে দিবেন। না থাকলে প্রয়োজন নেই ।
Major Breakthrough – আপনার বিজনেসের ক্ষেত্রে বড় কোন সাফল্য হয়েছে নাকি ..? যেমন – কোন নিউজ হয়েছে নাকি আপনাকে নিয়ে , কোন অ্যাওয়ার্ড পেয়েছেন নাকি, বা অন্য কিছু। যে যে সাফল্য অর্জন করেছেন, সেগুলো ঠিক মার্ক দিয়ে ডিটেইলস লিখে দিবেন।
Country – বাংলাদেশ
District – নিজ নিজ জেলা দিবেন
Joining date we – উই-তে কবে থেকে যুক্ত আছেন সেই ডেট।
রিভিউ – শুধুমাত্র ওই থেকে কতগুলো রিভিউ পেয়েছেন সেই রিভিউ সংখ্যা (নির্দিষ্ট ডেট দেওয়া আছে, সেই টা কাউন্ট করে দিবেন )
Number of post – উই তে আপনার পোস্ট সংখ্যা কত গত এক বছরের
Number of clients – উই থেকে কত জন ক্রেতা পেয়েছেন গত এক বছরে
Are you exporting – আপনি কি কখনো পণ্য এক্সপোর্ট করেছেন? যদি yes হয়ে থাকে। তাহলে ডিটেইলস লিখে দিবেন কোথায় কি কত টাকার পণ্য এক্সপোর্ট করেছেন।
Social impact through your business- এই অপশনটি অনেকেই ফিলাপ করে না, ভাবেন যে এটা স্টার মার্ক করা নেই, না দিলে সমস্যা নাই। কিন্তু এই একটা অপশন এ লিখা বলে দিতে পারে আপনার চিন্তা ধারা কেমন। আপনার বিজনেস নিয়ে আপনার এগিয়ে যাওয়াটা কেমন। এই অপশন এর মানে হল .. আপনি যে উদ্যোগটা চালাচ্ছেন, সেটা সামাজিকভাবে কি প্রভাব ফেলে।
Product innovation – আপনার পণ্যতে কি ধরনের ইনোভেশন বা নতুনত্ব আছে। এই নতুনত্ব কেন করেছেন, এটা করার ফলে কি লাভ হচ্ছে, এটা নিয়ে ১০-১২ লাইনের মধ্যে কিছু লিখবেন।
ট্রেড লাইসেন্স – এদিকে সবার ট্রেড লাইসেন্স এর ছবি আপলোড দিবেন ।
টিম সাইজ – আপনার উদ্যোগ এর পিছনে কত জন কাজ করছে .. (১-৫) মিনিমাম এটা দিবেন সবাই ,এর বেশি থাকলে সেটা দিবেন।
আর পুরোটা ইংরেজিতে ফিলাপ করবেন তাহলে বেস্ট হবে। আশা করি এবার এর কারোর বুঝতে সমস্যা হবে না। আমি পুরোটা বিস্তারিতভাবে লিখে দিলাম ❤️❤️
সবার জন্য অগ্রিম শুভ কামনা রইলো ❤️❤️❤️
ধন্যবাদ
আমি মিতাশা রহমান খান।
বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা
We national team member, Barishal Division
স্বত্বাধিকারী –
𝑯𝒊𝒋𝒂𝒃 𝒔𝒉𝒐𝒑 𝒐𝒏𝒍𝒊𝒏𝒆 𝒔𝒕𝒐𝒓𝒆 , 𝑭𝒓𝒆𝒔𝒉 & 𝒉𝒆𝒂𝒍𝒕𝒉𝒚
#WESummit 2022
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D