সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২
শনিবার (১০ সেপ্টেম্বর ২০২২) শ্রীমঙ্গল শহরের নতুন বাজার সড়কে মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি নারী প্রচন্ড প্রসব ব্যথায় ছটফট করছিলেন। অন্ধকারে বৃষ্টিতে ভিজে একাকার। এমন দৃশ্য দেখছেন পথচারীরা, তার সহায়তায় কেউ এগিয়ে আসেননি।
এমন দৃশ্য তার নজরে এলে সাথে সাথে তার সহায়তায় এগিয়ে আসেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির। প্রসূতি নারীকে পুলিশ ভ্যানে করে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দেখাশোনার জন্য ২০০ টাকা দিয়ে সঙ্গে নিয়ে যান অপর এক নারীকে।
ভর্তি করালেন স্বাস্থ্য কমপ্লেক্সে। মিনিট দশেক পর গাইনি ওয়ার্ড থেকে খবর আসে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয় থানার টহল টিম। পুলিশের কাছে ওই নারী শুধু তার নাম চুমকি বলতে পেরেছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কামরুন নাহার বলেন, আমরা ওই নারীকে ভর্তি করে চিকিৎসা শুরু করি। পরে নরমাল ডেলিভারি হয়।
স্বাভাবিক স্বীয় কর্তব্য কর্ম পালন করে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন তিনি।
অভিবাদন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির আপনাকে। অনন্য এই কর্মের জন্য শ্রীমঙ্গলবাসী মনে রাখবে অনেকদিন। আপনার পেশাগত দায়িত্ব ও কর্মের উত্তরোত্তর সফলতা কামনা করছি।_____________
#
সালেহ আহমদ চৌধুরী
সাধারণ সম্পাদক
বাংলাদেশ অাওয়ামী যুবলীগ
শ্রীমঙ্গল পৌর শাখা
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D