চাকরীর পরীক্ষার আগের রাতে PSH দিচ্ছে থাকা খাওয়া সহ ৭১ টাকা প্যাকেজ

প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

চাকরীর পরীক্ষার আগের রাতে PSH দিচ্ছে থাকা খাওয়া সহ ৭১ টাকা প্যাকেজ

Manual7 Ad Code

সুমনা শারমিন | ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২২ : ঢাকার বাইরে থেকে একটি পরীক্ষা দিতে ঢাকা আসতে আর যেতে একজন স্টুডেন্ট এর বেশ টাকা খরচ হয়ে যায়।

ভেবে দেখুন এই খরচের কারনে কত মধ্যবিত্ত ফ্যামিলি তাদের সন্তানদের এক দিন এর পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে পারেন না। যাতায়াত আর তারউপর আবার থাকা খাওয়া তো আছেই।আত্মীয় স্বজন এর বাসায় ও বার বার যাওয়াটা অনেকের কাছেই কম্ফোরটেবল লাগে না।
তাদের জন্য চাকরীর বা যে কোন পরীক্ষার আগের রাতে PSH দিচ্ছে থাকা খাওয়া সহ ৭১ টাকা প্যাকেজ।

৭১ টাকায় কিছুই হয় না আমরাও জানি।।

Manual3 Ad Code

কিন্তু শুরু থেকেই এই সাপোর্টটা আমরা তাদের দেয়ার কারনে এই জায়গা থেকেই অনেকেই কাংখীত সাফল্য ছুতে পেরেছেন। ভরসা করে আমাদের কাছে বার বার এসেছেন।

এই প্যাকেজটি আমাদের একটা CSR প্যাকেজ।
এছাড়াও ৪০+ বয়সী কেউ এখানে থাকতে আসলে প্রতিটি সিটে ১৫% ডিস্কাউন্ট,কোন কারনে শারীরীক ভাবে অক্ষম কোন স্টুডেন্ট এখানে থাকতে আসলে ১৫% ডিস্কাউন্ট তারা পান।

Manual5 Ad Code

যদি কেউ নতুন ঢাকায় আসেন তাদের জন্যও থাকে স্পেশাল ডিস্কাউন্ট।

Manual5 Ad Code

৭১ টাকার প্যাকেজ নিতে হলে অবশ্যই প্রপার ভ্যারিফিকেশন দিতে হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ