চাকরীর পরীক্ষার আগের রাতে PSH দিচ্ছে থাকা খাওয়া সহ ৭১ টাকা প্যাকেজ

প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

চাকরীর পরীক্ষার আগের রাতে PSH দিচ্ছে থাকা খাওয়া সহ ৭১ টাকা প্যাকেজ

সুমনা শারমিন | ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২২ : ঢাকার বাইরে থেকে একটি পরীক্ষা দিতে ঢাকা আসতে আর যেতে একজন স্টুডেন্ট এর বেশ টাকা খরচ হয়ে যায়।

ভেবে দেখুন এই খরচের কারনে কত মধ্যবিত্ত ফ্যামিলি তাদের সন্তানদের এক দিন এর পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে পারেন না। যাতায়াত আর তারউপর আবার থাকা খাওয়া তো আছেই।আত্মীয় স্বজন এর বাসায় ও বার বার যাওয়াটা অনেকের কাছেই কম্ফোরটেবল লাগে না।
তাদের জন্য চাকরীর বা যে কোন পরীক্ষার আগের রাতে PSH দিচ্ছে থাকা খাওয়া সহ ৭১ টাকা প্যাকেজ।

৭১ টাকায় কিছুই হয় না আমরাও জানি।।

কিন্তু শুরু থেকেই এই সাপোর্টটা আমরা তাদের দেয়ার কারনে এই জায়গা থেকেই অনেকেই কাংখীত সাফল্য ছুতে পেরেছেন। ভরসা করে আমাদের কাছে বার বার এসেছেন।

এই প্যাকেজটি আমাদের একটা CSR প্যাকেজ।
এছাড়াও ৪০+ বয়সী কেউ এখানে থাকতে আসলে প্রতিটি সিটে ১৫% ডিস্কাউন্ট,কোন কারনে শারীরীক ভাবে অক্ষম কোন স্টুডেন্ট এখানে থাকতে আসলে ১৫% ডিস্কাউন্ট তারা পান।

যদি কেউ নতুন ঢাকায় আসেন তাদের জন্যও থাকে স্পেশাল ডিস্কাউন্ট।

৭১ টাকার প্যাকেজ নিতে হলে অবশ্যই প্রপার ভ্যারিফিকেশন দিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ