ফ্যাসিবাদের ভ্রুণের খোঁজে — ‘৭২ এর সংবিধান শীর্ষক পাঠচক্র

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

ফ্যাসিবাদের ভ্রুণের খোঁজে — ‘৭২ এর সংবিধান শীর্ষক পাঠচক্র

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ সেপ্টেম্বর ২০২২ : ফ্যাসিবাদের ভ্রুণের খোঁজে — ‘৭২ এর সংবিধান শীর্ষক পাঠচক্রের অায়োজন করা হয়েছে।
অদ্য সোমবার (২৬ সেপ্টেম্বর, ২০২২) বিকাল ৪টায় টিএসসি’র শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘৭২ এর সংবিধান নিয়ে অায়োজিত এ পাঠচক্রে সকলে অামন্ত্রিত।

১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের উদ্ভব হওয়ার পরপরই স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান রচনা নিয়ে রাজনৈতিক মহলে জোরালো আলাপ ওঠে। প্রশ্ন ওঠে পাকিস্তানি শাসনকাঠামোর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার বৈধতা নিয়ে।

রাজনৈতিক দলগুলো দাবি করছিলো স্বাধীন দেশে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়নের। কিন্তু এসব কিছু উপেক্ষা করে ১৯৭২ সালের ১২ অক্টোবর বাংলাদেশের প্রথম সংবিধানের খসড়া প্রস্তাব আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়। ১৬ ডিসেম্বর থেকে যা কার্যকর হয়।

‘৭২ এর সংবিধান নিয়ে বাংলাদেশের কিছু মানুষ মোহাবিষ্ট। ২০২২ সালে এসেও তারা বারবার সেই আলাপই তোলেন যে ‘৭২ এর সংবিধানে ফিরে গেলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব। কিন্তু কী ছিলো ৭২ এর সংবিধানে? এটা কি আদৌ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশের মানুষের আকাঙ্খাকে ধারণ করেছিলো?

Manual5 Ad Code

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানের যাত্রাই শুরু হয়েছিলো বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাসকে অস্বীকার করার মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধে তাদের অবদানকেও অস্বীকার করা হয়েছিলো।

Manual5 Ad Code

আজকের বাংলাদেশে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষের উপর, তাদের ভাষা-সংস্কৃতির উপর যে ধরনের উগ্র বাঙালি জাতীয়তাবাদী আগ্রাসন চলছে এবং ধর্মনিরপেক্ষতার বিপরীতে গিয়ে দেশজুড়ে যে সাম্প্রদায়িক আস্ফালন ঘটছে তার বীজ এই ৭২ এর সংবিধানেই রোপন করা ছিলো।

যে সংবিধান ঘোষণা করেছিলো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু সকল ক্ষমতা প্রয়োগের একচ্ছত্র অধিকার শুধুমাত্র প্রধানমন্ত্রীকে দিয়ে রাখা হয়েছিলো। স্ববিরোধীতায় ভরপুর এক জাতিবিদ্বেষী সংবিধান রচনা করা হয়েছিলোই মূলত এক ব্যক্তির ক্ষমতা প্রতিষ্ঠার জন্য। আজকে দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে তার ভ্রুণ এই সংবিধানেই ছিলো।

Manual5 Ad Code

পাঠচক্রের বিষয়:
ফ্যাসিবাদের ভ্রুণের খোঁজে — ‘৭২ এর সংবিধান
আলোচক: মফিজুর রহমান লালটু
সময়: ২৬ সেপ্টেম্বর, ২০২২, সোমবার, বিকাল ৪টা
স্থান: শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন, টিএসসি
যোগাযোগ: ০১৭০৫০৮০৪৬০, ০১৭৯০৩৬৫১৮০

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ