ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ক্ষুদে গবেষক সম্মেলন

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ক্ষুদে গবেষক সম্মেলন

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৯ সেপ্টেম্বর ২০২২ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী ক্ষুদে গবেষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সম্মেলনে সারাদেশের বিভিন্ন স্কুলের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ৭ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন অনুষ্ঠিত হয়।


গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান ‘চিন্তার চাষ’-এর উদ্যোগে অায়োজিত এ সম্মেলনে অংশ নেয়া শিক্ষার্থীরা তাদের গবেষণা পত্র ও ধারণা পত্র উপস্থাপন করে।

‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গবেষণা ও উদ্ভাবন যে কোন দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, উদার ও মানবিক মূল্যবোধ ধারণ করে স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করলে তা অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছতে অবদান রাখবে। পড়াশুনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে পরিবেশ, প্রকৃতি ও বিজ্ঞান ভিত্তিক গবেষণা করার জন্য উপাচার্য ক্ষুদে গবেষকদের প্রতি আহ্বান জানান।

Manual3 Ad Code

Manual2 Ad Code

এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ