আগামী ৩০ জানুয়ারী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

আগামী ৩০ জানুয়ারী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ জানুয়ারি ২০২৩ : আগামী ৩০ জানুয়ারী ২০২৩ সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও মর্যাদা সংরক্ষণের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৯ জানুয়ারি ২০২৩) দুপুর সাড়ে ১২টায় কলেজ রোডস্থ ক্লাবের হলরুমে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মো: সুয়েব হোসেন চৌধুরী। এ সময় তাকে সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা প্রকল্পের কর্মী নার্গিস আক্তার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। গতকাল শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে এ উদ্যোগ গ্রহণ করলেন তিনি।
নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মো: সুয়েব হোসেন চৌধুরী এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিথ ১১ জানুয়ারি, মনোনয়নপত্র জমাদান ও বাছাই ১২ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি।
শ্রীমঙ্গল প্রেসক্লাবে ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ৩৮ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ অাহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, যুগ্ম সম্পাদক ইয়াসিন অারাফাত রবিন, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহসম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, কার্যকরী সদস্য অাবুল ফজল মোহাম্মদ অাব্দুল হাই ডন ও সনেট দেব চৌধুরী।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অারপি নিউজের সম্পাদক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; দৈনিক হালচালের প্রতিনিধি মিজানুর রহমান আলম, দেশবাংলা নিউজের সম্পাদক অাবুজার বাবলা, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি অামজাদ হোসেন বাচ্চু, দৈনিক প্রভাকর প্রতিনিধি ঝলক দত্ত, মোহাম্মদ শাকির অাহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন অাহমদ, মো: সুলতান মাহমুদ, মো: এহসানুল হক, মিসবাউর রহমান জুবায়ের সহ অন্যান্যরা।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী দায়িত্ব গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান। তিনি বলেন, বরাবরই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। এ ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ