বিদ্যুৎ, গ্যাস, জ্বালানীর মূল্য বৃদ্ধিতে ‘৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দের উদ্বেগ প্রকাশ

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানীর মূল্য বৃদ্ধিতে ‘৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দের উদ্বেগ প্রকাশ

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৩ : বিদ্যুৎ, গ্যাসের মূল্য আবারো বৃদ্ধির ঘোষণায় ১৯৮২ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের ছাত্র নেতা-কর্মীবৃন্দ এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক করোনা বিপর্যয়ে বিগত তিন বছর বিশ্বব্যপী উৎপাদন, বন্টন, শিল্প-বাণিজ্যের নানা সংকট অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও কর্মহীন জনসংখ্যা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে মন্দা, খাদ্যদ্রব্য-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে জনজীবন সংকটে নিপতিত। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যপী অর্থনৈতিক মন্দা, খাদ্য, জ্বালানী সংকট তীব্রতর আকার রূপ নিয়েছে। জনজীবনের ধারাবাহিক অস্থিরতা নিরসনে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রতিশ্রুতির কথা বলা হলেও আমরা লক্ষ করছি যে দেশের ব্যাংকিং খাত সহ বিভিন্ন সেক্টরে অনিয়ম, অর্থপাচার নীতিহীনতার প্রেক্ষাপটে প্রতিনিয়ত দেশের মানুষ পরিবার পরিজন নিয়ে নাভিশ্বাস পরিস্থিতি গভীর থেকে গভীরতরে পতিত হচ্ছে। দফায় দফায় জ্বালানী মূল্য বৃদ্ধির পাশাপাশি বিগত ১৯দিন পূর্বে সরকার শিল্প-বাণিজ্য খ্যাতে পূর্বে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, আবারো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে উপেক্ষা করে বিদ্যুৎ, গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে। বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেশে নতুন করে জনজীবনে বিপর্যয় ডেকে আনবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সংকুচিত হবে। যোগাযোগ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব বাড়বে, তাতে করে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা আরো গভীরতর হবে। আমরা মনেকরি সরকারের এই বিদ্যুৎ ও জ্বালানীর মূল্য সমন্বয়ের এই ঘোষণা জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনবে। আমরা অনতিবিলম্বে সরকারের এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একইসাথে মূল্যসন্বয়ের নামে বিদ্যুৎ ও সব ধরনের জ্বালানী মূল্যের দাম সমন্বয় থেকে সংশ্লিষ্ট মহল বিরত থাকবেন এবং জন-জীবনে স্বস্তি ফিরিয়ে আনবেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন, নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, সুজাউদ্দিন জাফর, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান খান মাশরুর, বেলাল চৌধুরী, সৈয়দ আমিরুজ্জামান, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, ডা. সরদার ফারুক, মুখলেছউদ্দিন শাহীন, সিরাজুম মূনীর, রেজাউল করিম শিল্পী, রাজু আহমেদ, সালেহ আহমেদ, হারুন মাহমুদ, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম, আকরামুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code