সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | বগুড়া, ০৪ মে ২০২৩ : বগুড়া জেলার নন্দীগ্রামে মুজিব শতবর্ষে ঘর পাওয়া ৬০জন সুবিধাভোগী ও উপজেলার ৫৩ জন ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে পুষ্টি বাগানের সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তদপ্তর অডিটোরিয়ামে বুধবার (৩ মে ২০২৩) কৃষকদের মধ্যে এ উপকরণ সহায়তা প্রদান করে।
কৃষি বিভাগ জানায়, কৃষকরা নিজেদের পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বাস্তবায়ন করবে। জনপ্রতি ৯টি ফলের চারা, ৪০ কেজি জৈব সার, ১টি বীজ সংরক্ষণ পাত্র, ১টি সাইনবোর্ড, ১টি পানির ঝাঝরি, ১টি নেট এবং ৩টি সবজি বীজ প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ কৃষি অফিসার কৃষিবিদ মো.আদনান বাবুর সভাপতিত্বে পুষ্টি বাগানের সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D