সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ মে ২০২৩ : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণে ক্ষেত্রে বাণিজ্য-সম্পর্কিত চ্যালেঞ্জ রয়েছে এমন ১২ খাতকে চিহ্নিত করা হয়েছে।
এসব চ্যালেঞ্জ উত্তোরণের জন্য এই ১২ খাতের রোডম্যাপ সম্বলিত খসড়া গবেষণা প্রতিবেদনের উপর একটি ভ্যালিডেশন কর্মশালা করেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)।
আজ রোববার (৭ মে ২০২৩) ঢাকায় বিএফটিআই কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
যে ১২টি খাতকে চিহ্নিত করা হয়েছে-সেগুলো হলো তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস ও এপিআই, চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য, প্লাস্টিক, জাহাজ নির্মাণ শিল্প, কৃষি পণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য, মৎস্য ও পশুসম্পদ, সফটওয়্যার ও আইটি-সম্পর্কিত সার্ভিস, পর্যটন, নার্সিং এবং মিডওয়াইফারি সার্ভিস।
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এসময় সচিব বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে সরকার ও বেসরকারিখাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ড. জাফর উদ্দীন এলডিসি উত্তোরণের চ্যালেঞ্জ মোকাবিলায় পণ্য ও রপ্তানি বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু, বিএফটিআই পরিচালক মো. ওবায়দুল আজম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় অংশগ্রহণকারি সরকার ও বেসরকারিখাতের প্রতিনিধিরা তাদের মূল্যবান মতামত দেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D