সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩
বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০৪ জুন ২০২৩ : আমরা কি পারবো এমন একটি বাংলাদেশ গড়তে যেখানে বিদেশীরা শিক্ষা, চাকুরী ও স্বাস্থ্যসেবার জন্য আসতে ভীড় জমাবে? পারলে কীভাবে?
এই প্রশ্নের উত্তর জানতে হলে জানতে হবে, কেন কিছু জাতি পৃথিবীকে শাসন করে আর অন্যরা শাসিত হয়? কী কারণে বাংলাদেশের অর্ধেক আয়তনের ’এথেনস’ বিশ্বজয়ী সভ্যতায় পরিণত হয়েছিল? ইতালির ছোট শহর রোম কীভাবে পুরো পৃথিবীকে কয়েক হাজার বছর ধরে নিয়ন্ত্রণকারী সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল? অশিক্ষিত, বিশৃঙ্খল, দরিদ্র আরবরা কীভাবে অর্ধেক পৃথিবীতে হাজার বছর ধরে সুবিচার আর সুশাসনের উদাহরণ গড়ে তুলেছিল, পৃথিবীর নানা প্রান্তের জ্ঞান-বিজ্ঞানের সম্মিলন ঘটিয়ে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল? অনুর্বর ভূমি আর প্রতিকূল আবহাওয়ার বৃটিশরা কীভাবে পরিণত হয়েছিল বিশ্বজয়ী শক্তিতে? দারিদ্রের কারণে যে সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বের করে দিয়েছিল মালেশিয়া, কীভাবে সে আজ চোখ ধাঁধাঁনো নগর রাষ্ট্রে পরিণত হল?
মানব সভ্যতার ছয় হাজার বছরের ইতিহাসে যে সব জাতি পৃথিবীতে তাদের শক্তি ও কর্মের চিহ্ন রেখে গেছে সেই রকম ত্রিশটি জাতির ইতিহাসকে লেখক যেমন গল্পের মত ঢঙ্গে উপস্থাপন করেছেন, তেমনি অনুসন্ধান করে বের করে এনেছেন তাদের প্রত্যেকের উত্থানের চালিকা শক্তি। সুদীর্ঘ কালের ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, ধর্ম বিশ্বাস, শিক্ষা ও জনচরিত্রের নির্যাস নিংড়ে বের করে এনেছেন উত্থানের প্রাণ ভোমরা আর তার আলোকে বিশ্লেষণ করেছেন বাঙালির শক্তি ও দুর্বলতার বহুবর্ণিল দিক। সবশেষে বাতলে দিয়েছেন বাংলাদেশকে শক্তিশালী, উন্নত, অগ্রসর ও সমৃদ্ধ জাতিতে পরিণত করার বিস্তারিত পথ।
পৃথিবী ও বাংলাদেশের ইতিহাসের উপর উপনিবেশী শক্তিগুলো যে ধুলো, ময়লা ও রঙ মাখিয়ে রেখেছিল, তার থেকে বের করে পৃথিবীর ইতিহাস পরিশুদ্ধ করার প্রচেষ্টাও করেছেন লেখক। বইটি পড়ার পর অবশ্যই বাংলাদেশ ও পৃথিবীর অতীত ও ভবিষ্যত নিয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে।
বই: ত্রিশ জাতির ইতিহাসের আলোকে বাংলাদেশের উত্থানযাত্রার পথ
লেখক: আমিনুল মোহায়মেন
প্রকাশনী: নালন্দা
পৃষ্ঠা: ২২২
মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা
ছাড় মূল্য: ২৯০ টাকা
🔰বইটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন
01581442173 নাম্বারে
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D