প্রায় ২০টি দেশ ব্রিকসে যোগ দিতে চায় : রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

প্রায় ২০টি দেশ ব্রিকসে যোগ দিতে চায় : রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ

কূটনৈতিক প্রতিবেদক | মস্কো (রাশিয়া), ১৫ জুন ২০২৩ : প্রায় ২০ টি দেশ ব্রিকসের সদস্যপদ পেতে চাচ্ছে এবং তাদের সংখ্যা বাড়ছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ব্রিকসে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। যোগ দিতে ইচ্ছুক রাষ্ট্রের সংখ্যা বিশের কাছাকাছি। এর মানে ব্রিকস বিস্তৃত হচ্ছে এবং সংগঠন হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
রিয়াবকভ বলেন, ব্রিকস এমন কিছু দেশের গ্রুপ যারা নেতা অনুসারী নীতিতে চলে না। বরং এর অংশীদাররা ঐকমত্যের ভিত্তিতে একটি গঠনমূলক এজেন্ডা তৈরি করে।
তিনি আরো বলেন, ব্রিকসে যোগ দেয়ার মানদ- কি হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকা এই কাজটি জোরদার করেছে।