জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা আজ

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৩

জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা আজ

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ জুন ২০২৩ : ‘৭২-এর সংবিধান অনুযায়ী কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়ন, যৌথ ও সমবায়ী মালিকানা সহ সমতা-ন্যায্যতার জনগণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম গড়ে তুলুন। কৃষি ও গ্রামীণ খাতকে অগ্রাধিকার দিন। কৃষিখাতে জাতীয় বাজেটের ন্যূনতম ১৫ শতাংশ বরাদ্দ, নাটোরে অনুষ্ঠিত ৭ম জাতীয় সম্মেলনের পর্যালোচনা, আন্দোলন-সংগঠনের সাংগঠনিক কর্মসূচি পরিকল্পনা গ্রহণ, তহবিল ও বিবিধ সহ অন্যান্য বিষয়ে অদ্য শনিবার (১৭ জুন ২০২৩) সকাল সাড়ে ১০টায় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা ঢাকায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন কৃষক নেতা আমিনুল ইসলাম গোলাপ।

জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি কৃষক নেতা আমিনুল ইসলাম গোলাপ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক।