সৈয়দ আবু হোসেন বাবলা এমপি সড়ক দুর্ঘটনায় আহত

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৩

সৈয়দ আবু হোসেন বাবলা এমপি সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ জুন ২০২৩ : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
তিনি আজ শুক্রবার (৩০ জুন ২০২৩ নিজ নির্বাচনী এলাকা ঢাকার কদমতলী থেকে জুম্মার নামাজ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন।
পুলিশ জানায়, এমপি বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া পিকআপের চালক ও চালকের সহকারী (হেলপার)কে সিরাজদিখান থেকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলা আঘাত পান। তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যায়।
এমপি বাবলার প্রেসসচিব সুজন দে সাংবাদিকদের জানান, চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে এমপিকে ৭ দিনের সম্পূর্ণ বেডরেস্টে থাকার পর্রামশ দিয়েছেন।