সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ জুলাই ২০২৩ : আগামী ২৭ ও ২৮ জুলাই ২০২৩ শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী উপজেলা সাহিত্যমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে তৃণমূল পর্যায়ের কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার, প্রাবন্ধিক, গবেষক, পুথিকার ও লেখকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শ্রীমঙ্গলসহ দেশের ৬৪ জেলার ৬৪ উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য এ সাহিত্য মেলা সফল করতে অদ্য রবিবার (২৩ জুলাই ২০২৩) বিকেল ৪টায় শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য মেলার প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
তিনি সাহিত্য মেলাকে ফলপ্রসু করার জন্য সভায় উপস্থিত সাংবাদিক, কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার, প্রাবন্ধিক, গবেষক, পুথিকার, লেখক ও সংস্কৃতি কর্মীসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা, লেখক কর্মশালা, সাহিত্য পাঠ ও সাহিত্য আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উপলক্ষ্যে দুইদিনব্যাপী বইমেলাও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বইমেলায় ঢাকার প্রকাশনা সংস্থাগুলো অংশগ্রহণ করবে এবং স্থানীয় লেখকদের প্রকাশিত গ্রন্থ বিক্রয় ও প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
প্রস্তুতিসভার গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল, শিশু সাহিত্যিক সজল দাশ, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি বুলবুল আনাম, সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী রাজা, অধ্যাপক ও ছড়াকার অবিনাশ আচার্য, শিক্ষক নেতা জহর তরফদার, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, লেখক ও সাংবাদিক ইসমাইল মাহমুদ, স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক ও লেখক আতাউর রহমান কাজল, সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, শিক্ষক মো: ইনাম উল্লা খাঁন, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D