সাবেক যুগ্ম সচিব ও প্রখ্যাত লেখক দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

সাবেক যুগ্ম সচিব ও প্রখ্যাত লেখক দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ জুলাই ২০২৩ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, প্রখ্যাত লেখক ও গবেষক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ২০২১ সালের ২৮ জুলাই সকালে ইন্তেকাল করেছেন।

দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী ১৯৩৯ সালে তৎকালীন হবিগঞ্জ মহকুমার নবীগঞ্জের দিনারপুর পরগনার সদরঘাট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন৷ শিক্ষা জীবন শেষে কিছুদিন আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। পরে ১৯৬৯ সালে ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন৷ সুদীর্ঘ কর্মজীবনে পাবনা সদর মহকুমার এসডিও,পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শ্রম ও কর্মসংস্থান,সংস্থাপন ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব, দুর্নীতি দমন ব্যুরোর পরিচালক এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন৷ ১৯৯৭ সালে যুগ্ম সচিব হিসেবে অবসর গ্রহন করেন ৷
তিনি একজন উচুঁমাপের গবেষক ও শিকড় সন্ধানী লেখক ছিলেন৷
বাঙলা একাডেমী থেকে প্রকাশিত জালালাবাদের কথা, হজরত শাহজালাল ও সিলেটের কথা, সিলেট বিভাগের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে সিলেট সহ প্রায় ৩০টির অধিক মূল্যবান গ্রন্থের রচয়িতা। সিলেটের উপর তার প্রকাশিত গ্রন্থ সমূহ ছিল অত্যন্ত পরিশ্রম ও গবেষণার ফসল।
সহজ সরল জীবন যাপনে অভ্যস্থ প্রথিতযশা এই মানুষটি ছিলেন নিরহংকারী ও সদালাপী৷ অত্যন্ত দৃঢ় নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হুসেন সাহেবর জামাতা।

এ সংক্রান্ত আরও সংবাদ