সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ আগস্ট ২০২৩ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সভা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্য দ্রব্যদি লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার ঘটনাকে বাজার ব্যবস্থাপনার চরম ব্যর্থতা বলে অভিহিত করেছে। দেশ যখন চাল, সবজি এমনকি ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তখন এসব জিনিষের দাম সপ্তাহে সপ্তাহে এমনি দিনে দিনে বেড়ে যাওয়া কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। এর প্রতিটি ক্ষেত্রে খাদ্য, বাণিজ্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নিস্ক্রিয়তা আর সমন্বয়হীনতা, সর্বোপরি জনগণকে অবজ্ঞা করার মনোভাব দায়ী। নির্বাচনকে সামনে রেখে বাজারে এই অস্থিরতা সৃষ্টি পরিকল্পিত কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। কারণ ’৭৫- এর পূর্বে একইভাবে দেশের অর্থনীতি নিয়ে সরকারের চারপাশের লোক দিয়ে পরিকল্পিত চক্রান্ত হয়েছিল। এবারও রাজনীতির মাঠে নির্বাচনকে কেন্দ্র করে দেশী-বিদেশী কুশিলবরা একইভাবে তৎপর। আন্দোলনের পালে হাওয়া লাগাতে না পারলেও তারা সরকার পতনের ঘোষণা নিয়মিত দিয়ে যাচ্ছে।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে অস্বাভাবিকতা, নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণপন্থী সকল শক্তির এক হয়ে যাওয়া এবং নির্বাচন নিয়ে তাদের বিদেশী মুরুব্বীদের অতি আগ্রহ বিচ্ছিন্ন ঘটনা নয়। পরষ্পরের সাথে সম্পর্কিত। এ ক্ষেত্রে সরকারি মহলের অতিকথন কর্তৃত্ববাদী আচরণেও ঐ ধরণের ষড়যন্ত্রকে শক্তিশালী হচ্ছে।
ওয়ার্কার্স পার্টি অবিলম্বে বাজারের লাগাম টেনে ধরা, পূর্ণ রেশনিং ব্যবস্থায় জনগণকে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা সরকারের মন্ত্রণালয়সমূহের সমন্বয়হীনতা দুর করা ও সর্বোপরি বাজার সিন্ডিকেটকে কঠোর হাতে দমন করার আহবান জানিয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭ আগস্টের পলিটব্যুরোর সভায় আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরার সদস্যবৃন্দ কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড অধ্যাপক নজরুল হক নীলু, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D