সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | খাগড়াছড়ি, ১১ সেপ্টেম্বর ২০২৩ : ‘স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (এসইআইপি)-এর আওতায় আজ জেলা পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অর্থ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের এর ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (এসইআইপি)-এর নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ফাতেমা রহিম ভীনা, এসইআইপি-এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপ-সচিব) আছমা আরা বেগম, এসইআইপি-এর সহকারী নির্বাহী প্রকল্প (উপ-সচিব) পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিক, খাগড়াছড়ির মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসলেমউদ্দীন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া-সহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D