বিখ্যাত গ্রন্থ ‘মধ্যবিত্ত সমাজের বিকাশ : সংস্কৃতির রূপান্তর

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

বিখ্যাত গ্রন্থ ‘মধ্যবিত্ত সমাজের বিকাশ : সংস্কৃতির রূপান্তর

Manual2 Ad Code

বই পর্যালোচনা বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৩ : ইতিহাসবিদ আবদুল মওদুদের বিখ্যাত গ্রন্থ ‘মধ্যবিত্ত সমাজের বিকাশ : সংস্কৃতির রূপান্তর’ বিশেষ করে তথ্য-অনুসন্ধানী ইতিহাসের ছাত্র-ছাত্রী ও গবেষকদের কাছে এটি একটি অমূল্য গ্রন্থ।

বাঙালি জাতির হিন্দু-মুসলমান ধর্মীয় মানুষের নানামুখী চরিত্র বিশ্লেষণে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন লেখক আবদুল মওদুদ।

Manual5 Ad Code

চৌদ্দ শতকে ইংল্যান্ডে শিল্প-বাণিজ্যের প্রসার ও সামাজিক তথা শ্রমসম্পর্কিত পৃথক ব্যবস্থার উদ্ভব হওয়ার ফলেই সেখানে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়। শিল্প- বাণিজ্যের প্রসারের ফলে দেশ যতই নাগরিক রূপায়ণের দিকে অগ্রগতি লাভ করতে থাকে, ততই নাগরিক অধিকার সম্পর্কে এ শ্রেণী আত্মসচেতন হতে থাকে। এই নাগরিক অধিকার সম্পর্কে আত্মসচেতনতা ক্রমে ক্রমে এই শ্রেণীকে আত্মনিয়ন্ত্রণাধিকার দাবিতে উদ্বুদ্ধ করে। তার ফলে দেশ শুধু বাণিজ্য-শিল্পায়নের দিকেই অগ্রগতি লাভ করেনি, নিয়মতান্ত্রিক শাসনাধিকারের দাবিতেও জনগণ সোচ্চার হয়ে ওঠে।

ব্রিটিশ আমলে এদেশের বাঙালিসমাজের উত্থান, শিক্ষার্জন, জ্ঞানসাধনা এবং সংস্কৃতিক রূপান্তর নিয়ে চমৎকার তথ্য তুলে ধরেছেন লেখক এই বইটিতে। প্রচুর বই ও পত্র-পত্রিকা পড়েছেন তিনি এবং যুক্তিপূর্ণভাবে এ-গ্রন্থটি রচনায় তাঁর জ্ঞানের প্রধান পরিচয়টি তুলে ধরতে সমর্থ হয়েছেন।

Manual5 Ad Code

অর্ডার করতে ভিজিট করুন:
www.mowlabrothers.com
সরাসরি কল করুন
01810061533
02-55000792

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ