আমরা হারতে শিখিনি এবং হারতে চাই না!

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

আমরা হারতে শিখিনি এবং হারতে চাই না!

Manual8 Ad Code

জেসমিন খান চাঁদনী |

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী স্যারের অনুপ্রেরণামূলক একটি কলামের কিছু অংশ হুবহু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি ——-
“তরুণদের আশা-আকাঙ্ক্ষা, বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন আমাদের আলোড়িত করে। কারণ তরুণদের মধ্যেই অন্তর্নিহিত শক্তির অসীম সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে নিংড়ে বের করে আনতে হবে। আবার এ ক্ষেত্রে তরুণদেরও ভূমিকা রয়েছে।

Manual5 Ad Code

এ জন্য আমরা তরুণদের বলব, তোমরা কখনো পরাজয়কে মেনে নিয়ো না। কারণ তরুণরা যদি হেরে যায়, তবে সমাজ ও রাষ্ট্র হেরে যাবে। তরুণদের জীবনে চড়াই-উতরাই পার করতে গিয়ে পরাজয় আসতে পারে। তবে সে পরাজয়ে হতাশ না হয়ে বরং সেটিকে অভিজ্ঞতা হিসেবে বুকে ধারণ করে আগামীর সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যেতে হবে।

মানুষ কখনোই পরাজিত হয় না। কিন্তু যখন সে পরাজয়কে মেনে নেয় তখন তার পরাজয় ঘটে। এ ক্ষেত্রে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে চাই।

Manual4 Ad Code

তরুণদের বলব, তোমরা পেছনে তাকিয়ো না। তোমাদের দৃষ্টি প্রসারিত করো। তোমাদের মেধাশক্তিকে বিকশিত করো। তোমাদের বিজয়ী হাসিমাখা মুখগুলো আমাদের এগিয়ে নেবে, দেশকে এগিয়ে নেবে।
তোমাদের আমরা হারতে দেখতে চাই না, বরং বিশ্ব জয়ের প্রতিটি পদচারণে তোমাদের সর্বাত্মক অংশগ্রহণ দেখতে চাই। জয়তু আমাদের হার না-মানা তরুণরা।”
#

Manual8 Ad Code

সংগ্রহে—-
আমি জেসমিন খান চাঁদনী
স্বত্বাধিকারী,
আজরিফ ফ্যাশন গ্যালারী (মিনি গার্মেন্টস)

পরিচালক,
আজরিফ ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
কো-অডিনেটর, ট্রাষ্ট বিডি।

এ সংক্রান্ত আরও সংবাদ