জেলা নদী রক্ষা কমিটির সভা

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

জেলা নদী রক্ষা কমিটির সভা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | বগুড়া, ২৪ সেপ্টেম্বর ২০২৩ : জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়ায় জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

আজ রোববার (২৪ সেপ্টেম্বর ২০২৩) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

সভায় জেলা নদী রক্ষা কমিটির সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, জেলায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে মিকাইল হুসাইন ও বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সভায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, চলতি সপ্তাহের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড করতোয়া নদী জরিপের মাধ্যমে নদী দখলদারদের চিহ্নিত করার পর উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

পৌরসভার ড্রেন থেকে বর্জ্য নদীতে পড়ে পানি দূষন করছে। সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।

Manual1 Ad Code

সভায় জানানো হয়, করতোয়া নদীর পানি প্রবাহ সচল রাখার জন্য ড্রেজিংয়ের উদ্যোগ নিতে ৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও, যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগের কথাও সভায় জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code