সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
সঙ্গীতে মানুষের হৃদয়ে সাড়া জাগানো শিল্পী অদিতি চক্রবর্তীর শুভ জন্মদিনে শুভ কামনা ও অভিনন্দন জানাই।
যার সুরেলা কণ্ঠের জাদুতে আট থেকে আশির প্রায় প্রতিটা মানুষকে মুগ্ধ করে তোলে, যার গান শোনার জন্য শুধু এপার বাংলার নয়, ওপার বাংলার মানুষ ও অধীর অপেক্ষায় বসে থাকে। স্বর্ণ যুগের শিল্পী দের প্রায় হারিয়ে যাওয়া গান গুলো যে মেয়েটির দৌলতে আবার সঙ্গীত প্রেমী মানুষদের হৃদয়ে সাড়া দিয়েছে তাকে নিশ্চই আর নতুন করে আপনাদের চিনিয়ে দিতে হবে না। সে আমাদের সকলের প্রিয় রূপে লক্ষী, গুনে সরস্বতী অদিতি চক্রবর্তী। আজ আমরা জেনে নেবো মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটি কিভাবে সমস্ত প্রতিকূলতা কে জয় করে সাফল্যের আলো পেয়েছে। জানবো তার সফলতার গল্প।
কলকাতার বেলঘোরিয়ার নিমতায় অদিতির জন্ম। তার বাবার নাম অসীম চক্রবর্তী ও মায়ের নাম বাসন্তী চক্রবর্তী।
শিক্ষাগত যোগ্যতা
মা এবং বাবা দুজনেই খুব ভালো গান করতেন। তাই ছোটবেলায় মায়ের কাছেই তাঁর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। একটু বড়ো হতেই তাঁর পাড়ার-ই গানের শিক্ষক শ্রী রতন লাল দাসের কাছে প্রথাগত গান শেখা শুরু হয়। তারপর ধীরে ধীরে বিখ্যাত সঙ্গীত শিল্পী যেমন জটিলেশ্বর মুখোপাধ্যায়, বিমান মুখোপাধ্যায়, সুজয় চন্দ, নির্মাল্য রায় এবং আইভি ব্যানার্জীর কাছে তাঁর সঙ্গীত চর্চা এবং সঙ্গীত শিক্ষালাভ শুরু হয়।
অদিতি শুধুমাত্র গান ছাড়াও পড়াশোনা টা চালিয়ে গেছে সমান তালে। নিমতার জীবনতোষ ঘোষ মেমোরিয়ালস গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং নিমতার হরদয়াল গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে অদিতি। এরপর বিরাটির মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এ গ্রাজুয়েট হয়।রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ এ ভোকাল মিউজিক এ মাস্টার্স কমপ্লিট করেছেন।
শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, ভজন এবং আধুনিক গানে অদিতি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। রবীন্দ্র সঙ্গীত তাঁর খুব প্রিয়।
সঙ্গীত যাত্রা
তাঁর বর্তমান পরামর্শদাতা শুভজিৎ দেব সারে-গা-মা-পা এর অডিশন সহ বিভিন্ন রিয়ালিটি শো তে যুক্ত থাকলেও তিনি অদিতিকে এই পণ্য ভিত্তিক গান বাজনায় আনতে চান নি। বরং গান কে ভালোবেসে গানের মধ্যেই পথ চলার আনন্দ খুঁজে নিতে শিখিয়েছেন। আর অদিতিও বলেছেন, ‘গান নিয়ে লক্ষ্য কি, তা না ভেবে বরং গান নিয়েই এগিয়ে যেতে হবে ‘ এই ভাবনায় সে বিশ্বাসী। ২০২০ সালে অদিতির কণ্ঠে শ্রদ্ধেও সলিল চৌধুরীর জন্মদিনে ঝর ঝর ঝর্ণা গানটির ক্লাসিক্যাল ভার্সন প্রথম দর্শক এবং শ্রোতা মহলে সাড়া ফেলে। তারপর থেকে কখনো মৃনাল চক্রবর্তীর ‘তোমার কথাই মনে পড়ে’, শ্যামল মিত্রের ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা’, হেমন্ত মুখোপাধ্যায় এর ‘পথ হারাবো বলেই এবার’ এবং শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায় এর বিখ্যাত গান গুলি তিনি একের পর এক শ্রোতা বন্ধুদের উপহার দিয়ে চলেছেন।
পরিসমাপ্তি
মধ্যবিত্ত পরিবারের সাধ আর সাধ্যের মধ্যে যে অ-বন্ধুত্বতা রয়েছে, তাকে দূরে সরিয়ে অদিতি প্রমান করে দিয়েছে অদম্য ইচ্ছাই পারে মানুষের স্বপ্ন কে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। গানের জগতে এমন অভূতপূর্ব পরিবেশনা সত্যি তাঁর মা বাবা ও প্রিয়জনদের গর্ববোধ এর আস্বাদন দেয়। অদিতির প্রতিটা গান ই ফেসবুকের অদিতি চক্রবর্তী মিউজিক্যাল এই পেজে শুনতে পাবেন। এবং ইউটিউবে ও চোখ রাখতে পারেন অদিতি চক্রবর্তী চ্যানেলে।
তার মিষ্টি সুরেলা কণ্ঠের মূর্ছনা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে যাক লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে।
(গুগল সহায়তায় সম্পাদিত)
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D