সিলেট ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩
কূটনৈতিক বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) দেয়া এক বিবৃতিতে গত ২৪ সেপ্টেম্বর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবার দুতাবাসের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। ২০২০ সালের পর এটা কিউবার দুতাবাসের ওপর দ্বিতীয় হামলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ঐ হামলা সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তিন বছরেও সে সম্পর্কে কোন ব্যবস্থা নেয় নাই। বিশ্ববাসী জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ওপর অবৈধ অবরোধ আরোপ করে রেখেছে। পাশাপাশি কিউবার বিরুদ্ধবাদীদের দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে নানা প্রকার প্ররোচনামূলক অপ তৎপরতা চালিয়ে যেতে সহায়তা করছে।
ওয়ার্কার্স পার্টি একটি দেশের দুতাবাসের ওপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণকে রোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতাকে জেনেভা কনভেনশনের পরিপন্থী বলে উল্লেখ করে বলেছে, কিউবার বিরুদ্ধে এ ধরণের আচরণ বন্ধ করতে হবে এবং দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে সাজা দিতে হবে।
ওয়ার্কার্স পার্টি একইসাথে কিউবার জনগণ ও সরকারের সাথে সংহতি ঘোষণা করছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D