সংবাদ মাধ্যমে গুজব ও অসত্য সংবাদ রোধে ফ্যাক্টচেকিং বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩

সংবাদ মাধ্যমে গুজব ও অসত্য সংবাদ রোধে ফ্যাক্টচেকিং বিষয়ক কর্মশালা

Manual2 Ad Code

মেহেদী হাসান রাসেল, নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর, ২৮ সেপ্টেম্বর ২০২৩ : সংবাদ মাধ্যমে গুজব ও অসত্য সংবাদ রোধে লক্ষ্মীপুরে ফ্যাক্টচেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মিডিয়া ডেভেলপমেন্ট বিষয়ক আর্ন্তজাতিক সংস্থা ইন্টারনিউজ এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে সিসিডি বাংলাদেশ।

দিনব্যাপি কর্মশালায় অংশ নেয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার লক্ষ্মীপুরের ১০ সাংবাদিক।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে লক্ষ্মীপুর শহরের স্থানীয় একটি পত্রিকার সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

কর্মশালায় জানানো হয় পর্যায়ক্রমে ১০ জনের ব্যাচে লক্ষ্মীপুরের অন্যান্য সাংবাদিকদের ফ্যাক্টচেকিং বিষয়ক ট্রেনিং দেয়া হবে।

Manual4 Ad Code

এতে সংবাদের সত্যতা যাচাইয়ের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন সময় টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু, দৈনিক কালের কন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েল , ইংরেজী দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিনিধি সানা উল্লাহ সানু।

প্রথম ব্যাচের কর্মশালায় অংশ নেয় বাংলানিউজের নিজাম উদ্দিন, দৈনিক শেয়ার বিজের জুনায়েদ আহমেদ, বাংলাটিভির জামাল উদ্দিন রাফি, প্রতিদিনের বাংলাদেশের হাসান মাহমুদ শাকিল, ঢাকা মেইলের রুবেল হোসেন, আজকের দর্পণ পত্রিকার সুমন দাস, দৈনিক ডেসটিনির নাজির আহমেদ, জামাল উদ্দিন বাবলু এবং কনক।

Manual4 Ad Code

কর্মশালায় টেক্স, ছবি, ভিডিও এবং ইউআরএল নিয়ে কিভাবে সত্যতা যাচাই করা হয় তা বিশদভাবে আলোচনা ও হাতে কলমে শেখানো হয়।

কর্মশালা শেষে আলোচনায় উঠে আসে যে, কোন সংবাদ নিয়ে সংশয় থাকলে একটু সময় নিয়ে তৃনমূল পর্যায় থেকে সঠিক তথ্যের সমন্বয়ে সংবাদ পরিবেশন করলে পাঠাকদের হৃদয় জয় করা যাবে। একইসাথে সংবাদ পত্রের প্রতি মানুষের আস্থা বাড়বে। এজন্য প্রত্যেক সাংবাদিক সংবাদ পরিবেশের পূর্বে তথ্যগুলোকে ভালোভাবে যাচাই করতে হবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ