সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান নাট্যকার জন ফস

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান নাট্যকার জন ফস

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদক | স্টকহোম (সুইডেন), ০৫ অক্টোবর ২০২৩ : সুইডিশ একাডেমি বৃহস্পতিবার নরওয়েজিয়ান নাট্যকার জন ফসকে নোবেল সাহিত্য পুরস্কার প্রদান করেছে।

ইউরোপের সমসাময়িক নাট্যকারদের মধ্যে তার নাটকগুলো সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে।

Manual7 Ad Code

সুইডিশ একাডেমি বলেছে, তাকে তার ‘অনির্বচনীয়কে কণ্ঠস্বর দেয়া উদ্ভাবনী নাটক ও গদ্য’র জন্য সম্মানিত করা হয়েছে।
তার লেখা আধেয়ের চেয়ে আঙ্গিকের দিয়েই বেশি সংজ্ঞায়িত হয়, সেখানে অব্যক্ত ভাব প্রায়ই ব্যক্ত কথামালার চেয়ে বেশি বাঙময়।

Manual1 Ad Code

ফসের কাজকে প্রায়শই অন্য নোবেলজয়ী স্যামুয়েল বেকেটের সঙ্গে তুলনা করা হয়, ফোসের সৃষ্টিকর্ম মিনিমালিস্ট, তা সরল ভাষার ওপর নির্ভর করে তাল, লয় ও মৌনতায় মাধ্যমে তার বার্তা প্রকাশ করে।
তার প্রধান রচনাগুলোর মধ্যে রয়েছে সমালোচকদের কাছে বহুল-সমাদৃত ‘বোটহাউস’ (১৯৮৯), ও ‘মেলাঙ্কোলি’ ১ ও ২ (১৯৯৫-১৯৯৬)।

Manual7 Ad Code

বেশ কয়েক বছর ধরে ৬৪ বছর বয়সী ফস নোবেল পাবেন বলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল।
জুরি বলেন, ‘নরওয়েজিয়ান নাইনর্স্কে (নরওয়ের লিখিত ভাষার একটি রূপ) এবং বিভিন্ন ধারায় বিস্তৃত তাঁর বিশাল রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই ও অনুবাদ।’
‘তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে সমাদৃত নাট্যকারদের অন্যতম হলেও গদ্যের জন্যও তিনি ক্রমেই স্বীকৃৃত পেয়েছেন।’

এ সংক্রান্ত আরও সংবাদ