রাশিয়ার মিশন ছিল ‘নতুন বিশ্ব’ তৈরি করা: পুতিন

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩

রাশিয়ার মিশন ছিল ‘নতুন বিশ্ব’ তৈরি করা: পুতিন

Manual3 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | মস্কো (রাশিয়া), ০৬ অক্টোবর ২০২৩ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমাদের লক্ষ্য ছিল একটি ‘নতুন বিশ্ব’ তৈরি করা এবং ইউক্রেনে মস্কোর আক্রমণের জন্য পশ্চিমা আধিপত্যকে দায়ী করা।

Manual1 Ad Code

পুতিন ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার সামরিক হস্তক্ষেপকে কাজে লাগিয়েছেন যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল।

Manual6 Ad Code

পুতিন বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে, মূলত একটি নতুন বিশ্ব গড়ার’। পশ্চিমারা আমাদের ‘আধিপত্যের টার্গেটে ছিল।
তিনি বলেন, পশ্চিমের সবসময়ই একজন শত্রুর প্রয়োজন হয়।
মস্কো যেহেতু পশ্চিমে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং তার ইউক্রেন অভিযানের জন্য নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে। পুতিন পশ্চিমকে রাশিয়ার সাথে একটি ‘নতুন আয়রন কার্টেন’ তৈরি করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছেন।

Manual8 Ad Code

সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক প্রধান পুতিন বলেছেন, ‘ইউরোপ আমাদের থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে এবং একটি নতুন লোহার পর্দা তৈরি করছে।’
তিনি আরো বলেছেন, ‘আমরা দরজা বন্ধকারী নই। ইউরোপই দরজা বন্ধ করছে।’
বেশিরভাগ পশ্চিমা দেশ রাশিয়ান এয়ারলাইন্সের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, যা দেশের বাইরে ভ্রমণকে আরও কঠিন করে তুলেছে।
পুতিন বলেছেন যে, ইউক্রেনের সংঘাত ‘আঞ্চলিক নয়’ এবং মস্কোর ‘কিছু অঞ্চল জয়ের দৃষ্টিকোণ থেকে কোনও স্বার্থ নেই।’
রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের বিশাল অংশ দখল করে আছে এবং পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের চারটি অঞ্চলকে সংযুক্ত করেছেন: খেরসন, জাপোরিঝিয়া, দোনেটস্ক এবং লুগানস্ক।
পুতিন ধারাবাহিকভাবে বলেছেন, ইউক্রেনীয় ভূখন্ড ঐতিহাসিকভাবে রাশিয়ান ছিল এবং ইউক্রেনের রাষ্ট্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
পুতিন ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়ান উপদ্বীপকে সংযুক্ত করার বিষয়টিও তদারকি করেছিলেন।
৭১ বছর বয়সী দীর্ঘদিনের নেতা এই সংঘাতের জন্য পশ্চিমা দেশগুলিকে দোষারোপ করেছেন। এখন তার বিশতম মাস চলছে।
তিনি বলেন, ‘পশ্চিমের সক্রিয় সমর্থনে কিয়েভ শাসনের দ্বারা শুরু হওয়া যুদ্ধটি ইতিমধ্যে ১০ বছর ধরে চলছে।’
পুতিন বলেন, ‘এটি বন্ধ করার জন্য বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়েছিল’।
রাশিয়ার সেনাবাহিনী তাদের আক্রমণের প্রথম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code