ক্রিয়েটিভ ডেসট্রাকশন এন্ড মিডল ইনকাম ট্র্যাপ শীর্ষক বিশ্বব্যাংক-IHD সিলভার জুবিলি ওয়েবিনার আজ

প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

ক্রিয়েটিভ ডেসট্রাকশন এন্ড মিডল ইনকাম ট্র্যাপ শীর্ষক বিশ্বব্যাংক-IHD সিলভার জুবিলি ওয়েবিনার আজ

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ অক্টোবর ২০২৩ : ক্রিয়েটিভ ডেসট্রাকশন এন্ড মিডল ইনকাম ট্র্যাপ শীর্ষক বিশ্বব্যাংক-IHD সিলভার জুবিলি ওয়েবিনার আজ।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) সন্ধ্যা ৬টা-৭.৪৫ (IST) (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা-৮.১৫) (জিএমটি) এ ওয়েবিনার শুরু হবে।

এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ইনদারমিট গিল।

স্বাগত বক্তব্য দেবেন ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের পরিচালক প্রফেসর আলাখ এন শর্মা।

ওয়েবিনার লেকচারে সভাপতিত্ব করবেন ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি. অনন্ত নাগেশ্বরন।

বিশ্বব্যাংক-IHD সিলভার জুবিলি ওয়েবিনারে মূল টপিকের উপর বিভিন্ন প্রশ্ন উত্থাপন ও মন্তব্য সহ মুক্ত আলোচনায় লিখিত বক্তব্য উপস্থাপন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

বক্তব্য দেবেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ও ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান প্রফেসর দীপক নায়ার এবং ভারতে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. অগাস্টে টানো কৌমে।
সকলকে ধন্যবাদ দেবেন ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের প্রফেসর ড. তনুকা এন্দো।

বিশ্বব্যাংক-আইএইচডি সিলভার জুবিলি ওয়েবিনার লেকচারে কমরেড সৈয়দ আমিরুজ্জামানের আমন্ত্রণপত্র:

IHD থেকে শুভেচ্ছা! আমরা আপনাকে ১৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ৬টায় (IST) বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইন্দারমিট গিল-এর IHD সিলভার জুবিলি লেকচারে (অনলাইন) যোগ দিতে আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত।

ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি. অনন্ত নাগেশ্বরন বক্তৃতায় সভাপতিত্ব করবেন।

বিশ্বব্যাংক এই অনুষ্ঠানের সহ-আয়োজক।

বিস্তারিত সহ একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ নীচে দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে আপনার বন্ধু এবং সহকর্মীদের সাথে এই আমন্ত্রণটি শেয়ার করুন।

উষ্ণ শুভেচ্ছা
অধ্যাপক আলাখ এন শর্মা
পরিচালক
ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট