সম্পর্ক জোরদারে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো চীন সফর করবেন

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

সম্পর্ক জোরদারে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো চীন সফর করবেন

Manual7 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | বেইজিং (চীন), ২৩ অক্টোবর ২০২৩ : চীনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট কমরেড গুস্তাভো পেট্রো চলতি সপ্তাহে বেইজিং সফর করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সাথে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বামপন্থী এই নেতা চীন সফরে যাচ্ছেন।
খবর এএফপি’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণারয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, প্রেসিডেন্ট কমরেড শি জিনপিংয়ের আমন্ত্রণে কমরেড পেট্রো এই সফরে আসছেন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি চীন সফর করবেন।
কলম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানায়, তিনি বুধবার কমরেড শি’র সাথে সাক্ষাত করবেন।
তারা আরো জানায়, দুই নেতা বোগোটায় পাতাল রেল নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। চীনের একটি প্রতিষ্ঠান এই পাতাল রেলের নির্মাণ কাজ দেখভাল করছে।
গত মাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কমরেড নিকোলাস মাদুরোর পথ অনুসরণ করেই তিনি এই সফরে যাচ্ছেন।
গত সপ্তাহে চিলির প্রেসিডেন্ট কমরেড গ্যাব্রিয়েল বোরিকও চীন সফর করেন। চীনের একটি বৃহত্তম অবকাঠামো প্রকল্প বেল্ট অ্যান্ড রোডে অংশগ্রহণকারী দেশগুলোর এক শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে তিনি এই সফরে যান।

এ সংক্রান্ত আরও সংবাদ