সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
মানুষ জীবনকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে সেভাবেই করে জীবনের হিসাব নিকাশ। মানুষের বুঝ বয়স জীবনের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলিয়ে জীবনের হিসেব নিকেশ।
তবে আমি আমার জীবনের হিসেব করি আমি নিজেকে দিয়ে। বার বার দেখি আমার নিজের কতটুকু দোষ, কতটুকু ভুল, যে কাজ আমার নিয়ন্ত্রনে, যেখানে আমার কাজ করার ক্ষমতা আছে সেখানেই আমি করতে পারি আমার জীবনের লাভ ক্ষতির হিসাব।
হুট করে যখন কারো মৃত্যুর সংবাদ শুনি তখন মনে হয়, কেন জীবনের হিসাব নিকাশের খাতা খুলে বসি। সুখ, দুঃখ আনন্দ বেদনা আর তুলনা করে কষ্ট পাই। কেন পাই? বেঁচে থাকাটাই তো মূল কথা, এর চেয়ে বড় কিছুতো আসলেই নেই।
৪৬ বছরের জীবন নিয়ে যখন হিসেবের খাতা খুলি। তখন দেখি অনেক অংক মিলানোর আগে শিক্ষক খাতা নিয়ে চলে গেছে। ফলাফল শূন্য।
চর্চা করিনি, বোঝার চেষ্টা করিনি, মনোযোগী ছিলাম না, আর সবার সব বুঝতে হবে এমন না, আবার সবাই অংকে দশে দশ পাবে এমন না।
কোন কোন সহজ অংক কঠিন অংক মিলিয়ে দশে দশ পেয়েছি সবসময় শূন্য পাইনি।
কোন অংকের উত্তর মিললেও নিয়ম ভুলের জন্য কেটে গেছে নম্বর।
কিছু কিছু অংক ঘুরিয়ে আসায় ঘাবড়ে গিয়েছি প্রথমে পরে সমাধানের জন্য হাল ছাড়িনি।
একশতে একশ পাবার চেষ্টা সবার থাকে সেটা সবাই পায় না। তেত্রিশ পেয়ে পাশ করেও চলে।
কখনো কখনো ফেল করলেও জীবন ব্যর্থ হয় না।
জীবনের ধাপে ধাপে সারাটা জীবন কিন্তু মানুষ লাভে থাকে না। সারাটা জীবন ক্ষতিতে থাকে না।
জীবনে লাভ আর ক্ষতি দুটোই থাকে। কোন মানুষ বা মানুষের জীবন সবদিক দিয়ে সয়ংসম্পূর্ণ হবে না। এটাই জীবনের রীতি।
তাই লাভ ক্ষতি সবকিছু সাথে নিয়ে জীবনের অংকটা মিলিয়ে নিয়ে আনন্দে বাঁচতে শিখতে হবে।
সুস্থ সুন্দর নিরাপদ হোক সবার জীবন।
মেহবুবা হক রুমা
কবি ও লেখক
২০/১১/২৩
(বিবি রাসেলের কাছ থেকে সম্মাননা নেবার ঐতিহাসিক মূহুর্তের ছবি।)
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D