চলছে ত্রিদেশীয় শিল্পীর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪

চলছে ত্রিদেশীয় শিল্পীর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী, ১৯ জানুয়ারি ২০২৪ : নরসিংদী জেলায় বাংলাদেশ, ভারত ও নেপালের চিত্রশিল্পীদের ছবি নিয়ে চলছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী।

Manual5 Ad Code

বৃহস্পিতবার সন্ধ্যায় প্রাণতোষ আর্ট স্কুলের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের পলাশ তলায় এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

তিন দেশের সব বয়সী শিল্পীদের আঁকা ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর শেষ হবে আগামী সোমবার।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূঁইয়া সভাপতিত্ব করেন।

মেলায় ভারত, বাংলাদেশ এবং নেপালের অংশগ্রহনকারী চিত্র শিল্পীরা উপস্থিত ছিলেন। ত্রিদেশীয় চিত্রশিল্পীদের আঁকা ছবি নিয়ে প্রথমবারের মত এমন আন্তর্জাতিক আয়োজনে খুশি চিত্রশিল্পীরা। মেলায় শিশু শিল্পীরা অংশগ্রহণ করতে পারায় উৎফুল্ল তাদের অভিভাবকরাও।

চিত্রশিল্পীদের আগ্রহ বাড়ানোতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার জন্য দাবি জানান তারা।
পাঁচদিনের এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের ৩০জন নেপালের ৭জন শিশু শিল্পীসহ দেশী-বিদেশী শিল্পীর আকা প্রায় ২০০ ছবি প্রদর্শিত হচ্ছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code