মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে রাশিয়া ও চীন

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে রাশিয়া ও চীন

Manual1 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | জাতিসংঘ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ : রাশিয়া ও চীন সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপের ওপর সম্প্রতি প্রতিশোধমূলক হামলা চালিয়ে তারা এমন উত্তেজন সৃষ্টি করে। খবর এএফপি’র।

মার্কিন সামরিক বাহিনী শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত সিরিয়া ও ইরাকের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত ২৮ জানুয়ারি জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে তারা এসব হামলা চালায়। জর্ডানের ওই ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।

Manual8 Ad Code

ইরানের এলিট শাখা এবং ইরানপন্থী বিভিন্ন গ্রুপ লক্ষ্য করে চালানো এসব হামলা গাজায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে।

Manual6 Ad Code

রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘এটা স্পষ্ট যে আমেরিকান বিমান হামলা বিশেষকরে ইচ্ছাকৃতভাবে সংঘাতকে বাড়ানোর জন্য করা হয়েছে।’

Manual7 Ad Code

এদিকে চীনের রাষ্ট্রদূত জুন ঝাং একই ধরনের দাবি করে বলেছেন যে ‘যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ অবশ্যই মধ্যপ্রাচ্যে টিট-ফর-ট্যাট সহিংসতার দুষ্ট চক্রকে বাড়িয়ে তুলবে।’

ইরানের রাষ্ট্রদূত আমির সাউদ ইরাভানি সোমবার পরিষদকে বলেন, ‘ইরান বা তাদের সশস্ত্র বাহিনীকে জর্ডানের ঘাঁটিতে হতামলার ঘটনায় দায়ী করার যেকোনো প্রচেষ্টা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।’

Manual3 Ad Code

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ইরান যদি কোন হুমকি, আক্রমণ বা আগ্রাসনের সম্মুখীন হয় তাহলে তারা শক্তি প্রয়োগ করতে কোন দ্বিধা করবে না।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ