সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪
কূটনৈতিক প্রতিবেদক | জাতিসংঘ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ : রাশিয়া ও চীন সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপের ওপর সম্প্রতি প্রতিশোধমূলক হামলা চালিয়ে তারা এমন উত্তেজন সৃষ্টি করে। খবর এএফপি’র।
মার্কিন সামরিক বাহিনী শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত সিরিয়া ও ইরাকের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত ২৮ জানুয়ারি জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে তারা এসব হামলা চালায়। জর্ডানের ওই ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।
ইরানের এলিট শাখা এবং ইরানপন্থী বিভিন্ন গ্রুপ লক্ষ্য করে চালানো এসব হামলা গাজায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘এটা স্পষ্ট যে আমেরিকান বিমান হামলা বিশেষকরে ইচ্ছাকৃতভাবে সংঘাতকে বাড়ানোর জন্য করা হয়েছে।’
এদিকে চীনের রাষ্ট্রদূত জুন ঝাং একই ধরনের দাবি করে বলেছেন যে ‘যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ অবশ্যই মধ্যপ্রাচ্যে টিট-ফর-ট্যাট সহিংসতার দুষ্ট চক্রকে বাড়িয়ে তুলবে।’
ইরানের রাষ্ট্রদূত আমির সাউদ ইরাভানি সোমবার পরিষদকে বলেন, ‘ইরান বা তাদের সশস্ত্র বাহিনীকে জর্ডানের ঘাঁটিতে হতামলার ঘটনায় দায়ী করার যেকোনো প্রচেষ্টা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।’
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ইরান যদি কোন হুমকি, আক্রমণ বা আগ্রাসনের সম্মুখীন হয় তাহলে তারা শক্তি প্রয়োগ করতে কোন দ্বিধা করবে না।’
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D