অভিনেতা আহমেদ রুবেল আর নেই

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ : জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই।

Manual4 Ad Code

বুধবার (৭ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।
তিনি জানান, ‘আহমেদ রুবেল সন্ধ্যায় তাঁর ছবির প্রদর্শনীতে যোগ দিতে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

Manual5 Ad Code

এরপরই মারা যান। এর আগে নির্মাতা নুরুল আলম আতিক গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যায় আমার নতুন সিনেমা পেয়ারার সুবাসের একটি বিশেষ প্রদর্শনী ছিল। এখানেই যোগ দিতে সিনেমা হলে যাওয়ার আগ মুহূর্তে আহমেদ রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

’আহমেদ রাজীব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তাঁর মাতুলালয়। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে ওঠেন ঢাকা শহরে।

বর্তমানে পরিবার নিয়ে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক পোকায় অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক প্রেত-এ অভিনয় করেন।

Manual8 Ad Code

প্রেত নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক আহির আলম। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়ায় অভিনয় করেন। মঞ্চ ও ছোটপর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে আখেরী হামলা সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। পরে অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, গেরিলা, দ্য লাস্ট ঠাকুর সিনেমায়।

২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক অতিথি, নীল তোয়ালে, বিশেষ ঘোষণা, প্রতিদান, নবাব গুন্ডা, এফএনএফ প্রভৃতি। ২০১৪ সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল।

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ