সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | ভোলা, ১০ ফেব্রুয়ারি ২০২৪ : ভোলায় আজ ‘এপ্রাইজিং বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০’ বিষয়ের উপর তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪) সকালে ভোলা সাকিট হাউজ হল রুম কর্মসূচির উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব ও সাধারণ অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রধান মো. মফিদুল ইসলাম।
সাপোর্ট টু দি ইমপ্লিমেন্টেশন অব দি বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় মফিদুল ইসলাম বলেন, সারা পৃথিবীতে ২৭টি ডেল্টা দেশ রয়েছে। বাংলাদেশ তার মধ্যে একটি। তার মধ্যে বাংলাদেশ একমাত্র কান্ট্রি যেটা শতবর্ষের দীর্ঘমেয়াদি এ প্লান তৈরি করেছে। এটা বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জের। তাই যথাযথ স্থানে বিনিয়োগ এবং সম্পদের যাতে অপচয় না হয় এটা বিবেচনা করেই আমাদের আগাতে হবে। আমাদের এই ভিশন বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে সরকারি প্রতিষ্ঠানের সামর্থ্য এবং দক্ষতার উপর।
তিনি বলেন, ডেল্টা একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এখানে দেশের যে ছয়টি হটস্পটের কথা বলা হয়েছে তার মধ্যে উপকূলীয় এলাকার গুরুত্ব অনেক বেশি।
প্রকল্প পরিচালক খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আসদুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D