এক শ এক রাতের গল্প

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪

এক শ এক রাতের গল্প

শাহীন আখতার |

আমার সর্বশেষ উপন্যাস ‘এক শ এক রাতের গল্প’-এর নতুন সংস্করণ পাওয়া যাচ্ছে বইমেলার প্রথমা’র স্টলে।

“কী দাম এসব স্মৃতি, শ্রুতি, পৌরাণিক কাহিনী আর ইতিহাসের? প্রাচীন ঐক্য আর বৈরিতার আগুন জ্বালানো স্মৃতি ও শ্রুতি এসব! তালাল ত্যক্ত হয়ে ভাবে- এ সমস্ত কিছুর সংরক্ষণ কি ধ্বংস ডেকে আনেনি? ইজরাইলিদের পুরাণকথিত আবাসে ফেরা এরই বর্হিপ্রকাশ।

‘যুদ্ধ যে হঠাৎ জ্বলে ওঠে/
সে কি প্রায়-নিভন্ত কোনো পাথর থেকে?’
এ কথাটা মাহমুদ দারবিশের কবিতায়ই আছে।

আর এই ‘প্রায়-নিভন্ত কোনো পাথর থেকে’ যুদ্ধ বাধার মদদ জোগায় পরাশক্তি। স্মৃতি, শ্রুতি, পৌরাণিক কাহিনী আর ইতিহাসের ইজারাদার যারা।”

এক শ এক রাতের গল্প

এ সংক্রান্ত আরও সংবাদ