কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ব্রেকিং দ্য সাইলেন্স ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট।

Manual8 Ad Code

অদ্য বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় নাগরিক উদ্যোগ ও বিডিইআরএম-এর সহযোগিতায় যৌথভাবে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরি, কালিঘাটের ইউপি সদস্য নিতু রানী রায়, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিংহ বাড়াইক, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রকল্প সমন্বয়কারী রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কৈরি, বিডিআরএম-এর কুন্তি রবিদাস ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সিমা মুন্ডা প্রমুখ।

Manual6 Ad Code

কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে এ মানববন্ধনে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে দেশে আর কোনো গৃহকর্মী হত্যার ঘটনা ঘটবে না বলেও উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “প্রীতির এই অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না, এই মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ