দৈনিক যুগান্তরের ২৪তম বর্ষপূর্তিতে শ্রীমঙ্গলে স্বজন সমাবেশ

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪

দৈনিক যুগান্তরের ২৪তম বর্ষপূর্তিতে শ্রীমঙ্গলে স্বজন সমাবেশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২১ ফেব্রুয়ারি ২০২৪ : দেশের প্রথম সারির দৈনিক ‘যুগান্তর’ পত্রিকা’র ২৪তম বর্ষপূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষে শ্রীমঙ্গলে এক স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪) রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল।

Manual1 Ad Code

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম. মুসলিম চৌধুরী, কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহির, কার্যকরী সদস্য সনেট দেব চৌধুরী, কার্যকরী সদস্য ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি আবুজার রহমান বাবলা, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, দৈনিক কালের কন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, মৌলভীবাজার থেকে প্রকাশিত মুক্তবার্তা সম্পাদক মো. শাহাবুদ্দিন আহমেদ, নয়া দিগন্তের প্রতিনিধি এম এ রকিব, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক জবাবদিহির শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শামসুল ইসলাম শামীম, দৈনিক সিলেট বাণী পত্রিকা’র প্রতিনিধি মিজানুর রহমান আলম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুস শুকুর, এনজিও কর্মী এখলাছুর রহমান, সমাজকর্মী মো. আব্দুল রকিবসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।

দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যুগান্তর এগিয়ে গিয়েছে বহুদূর।
বক্তাগণ যুগান্তরের এত দূর এগিয়ে যাওয়া এর কৃতিত্বের নায়ক যুগান্তরের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম বাবুলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আপোষহীন সংবাদ প্রকাশে ও আলাদা বৈশিষ্ট্যের কারণে যুগান্তর পাঠকের মনে আলাদা স্থান দখল করে রয়েছে বলে জানান।

Manual1 Ad Code

পরে কেক কাটা ও অতিথিদের আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উল্লেখ্য যে, ২০০০ সালের ১লা ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠা লাভ করে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual2 Ad Code