শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪

শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ ফেব্রুয়ারি ২০২৪ : ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা- ২০২৪ (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪) রাত সাড়ে ৮টায় কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী–মহররম খাঁন হলে আয়োজিত এই এজিএম-এ সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক।

সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং
কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদনের ওপর বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ দেন প্রেসক্লাবের সদস্যরা।

আলোচনায় অংশ নেন সৈয়দ আমিরুজ্জামান, মো. কাওছার ইকবাল, মো. মামুন আহম্মেদ, মোমিনুল হোসেন সোহেল, এমএ রকিব, সৈয়দ ছায়েদ আহমদ, মো. সাহাবুদ্দিন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের জন্য সৈয়দ আমিরুজ্জামানকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং ক্লাবের উপস্থিত সকল সদস্য নৈশভোজে অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ