২৮ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের চারদিনব্যাপী মহোৎসব শুরু হচ্ছে

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪

২৮ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের চারদিনব্যাপী মহোৎসব শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ : আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শ্রীমঙ্গলে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের চারদিনব্যাপী শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব শুরু হচ্ছে।

অদ্য শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৫টায় শ্রীমঙ্গলের উত্তর উত্তরসুরস্থ শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময়সভায় চারদিনব্যাপী এই মহোৎসব সফল করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

শ্রীমঙ্গলের উত্তর উত্তরসুরস্থ শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে আয়োজিত এ মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন জহর তরফদার, সুদীপ দাস রিংকু, দীলিপ কুমার বর্ধন, শিবেন্দু কুমার পাল, অরুণ দেবনাথ, জয়ন্ত দেবনাথ, বাসুদেব পাল ও শুধাংশু পালসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ